শ্রীনগর: সাতসকালে ফের উত্তপ্ত ভূ-স্বর্গ। এনকাউন্টার শুরু কাশ্মীরের কুলগাম জেলার নাগনন্দ-চিমার এলাকায়। ইতিমধ্যেই বাহিনীর হাতে নিকেশ হয়েছে এক জঙ্গি।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে জঙ্গি বাহিনীর বিরুদ্ধে এই এনকাউন্টার চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, এখনও নিহত জঙ্গির পরিচয় পাওয়া যায়নি। গুলির লড়াই এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।
আগের সপ্তাহে শনিবার নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের নৌগামে দুই জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। শনিবার সকালে বারামুল্লার নৌগাম সেক্টরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। সেইসময় এলাকা জুড়ে সেনা টহলদারি চলছিল। তখনই সন্দেহ হওয়ায় সেনা তল্লাশি শুরু করে। আচমকাই শুরু হয় গুলির লড়াই। প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাবাহিনীও।
ওই এনকাউন্টারে দুই জঙ্গি ঘটনাস্থলেই খতম হয়। উদ্ধার করা হয় দুটি এ কে ৪৭ রাইফেল। এদের সঙ্গে আরও কেউ ছিল কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে একটি সূত্র মারফত ভারতীয় সসেনা খবর পেয়েছে, আবারও ভারতে বড়সড় নাশকতার ছক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখার ওপারে ইতিমধ্যেই লঞ্চপ্যাডে ৩০০-৪০০ জঙ্গি জড়ো হয়েছে। যে কোনওভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।
জম্মু কাশ্মীর-সহ পাকিস্তান সীমান্ত লাগোয়া সব এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নজরদারি দ্বিগুণ করেছে সেনাবাহিনী।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/3eCdHiT
Post Come trough : Nachole News | নাচোল নিউজ