গফরগাঁওয়ের উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত
সারাদেশ
গফরগাঁও প্রতিনিধিময়মনসিংহের গফরগাঁওয়ে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার করোণায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টিনে আছেন। রোববার (৫ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মাইনুদ্দিন খান মানিক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারের করোনার উপসর্গ দেখা দিলে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা দেন। ওই দিন উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ আরও ৬ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। প্রাপ্ত পরীক্ষার ফলাফলে উপজেলা শিক্ষা কর্মকর্তা সালমা আক্তারেরই ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে গফরগাঁওয়ে মোট আক্রান্ত ৬৬ জন, সুস্থ ৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা ও কান্দিপাড়া শাখার নেতৃবৃন্দ শিক্ষা কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার বলেন, আমার অফিসের কাজ ছাড়াও মাঠ পর্যায়ে সরকারের কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ মতো স্বাস্থ্যবিধি অনুসরণ করছি।
পূর্বপশ্চিমবিডি/আরএইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/2DgFpoF
Post Come trough : PURBOPOSHCIMBD