স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের আশ্বাসে লাগাতার কর্মবিরতির ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্ট এসোসিয়েশন (বিএমটিএ)।
মঙ্গলবার সংগঠনের সভাপতি মো. আলমাছ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রোববার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অফিসকক্ষে তার সভাপতিত্বে অধিদফরের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিএমটিএ কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বিএমটিএ পেশকৃত দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় নেতৃবৃন্দ তাদের পেশকৃত দাবী সমুহ যৌক্তিক এবং বাস্তবায়ন যোগ্য বলে মনে করেন। মহাপরিচালক করোনা ও সাধারণ রোগীর সুচিকিৎসা সেবা নিশ্চিতে অবিলম্বে মেডিকেল টেকনোলজিস্টদের দাবীসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
দেশের করোনা মহামারী এবং অধিকাংশ জেলায় বন্যা দেখা দেয়ায় দুর্গত মানুষের চিকিৎসা সেবাদান বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে বিএমটিএর ঘোষিত কর্মসূচি স্থগিতের আহ্বান জানান।
নেতৃবৃন্দ মহাপরিচালকের দাবী বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে তাদের ঘোষিত বুধবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
বিএমটিএ’র নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যৌক্তিক সময়ের মধ্যে তাদের দাবী সমূহ বাস্তবায়িত হবে, অন্যথায় ঘোষিত কর্মসূচি পরবর্তীতে পালিত হবে।
Post Written by : Younus Ali
Original Post URL : https://ift.tt/2C2Bagc
Post Come trough : Nachole News | নাচোল নিউজ