গরুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চাঁদপুর সংবাদদাতাচাঁদপুরের ফরিদগঞ্জে গরুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টায় ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. জিসান (২১) ও রাসেল (২২)। তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ৯ নম্বর গোবিন্দুপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকায়।
দুর্ঘটনার পর পুলিশ লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে চালক মো. রুস্তমকে (৪২) আটক করে ও ট্রাকটি জব্দ করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, চাঁদপুর সদর থেকে গরুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৫১) চট্টগ্রামে যাচ্ছিল। ফরিদগঞ্জ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। লাশ দুটি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3hCRmnb
Post Come trough : PURBOPOSHCIMBD