সুয়ারেজের একমাত্র গোলে এস্পানিওলকে হারিয়ে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখলো বার্সেলোনা। যদিও রিয়ালের থেকে ১ ম্যাচ বেশি খেলে এখনো ১ পয়েন্ট পেছনে রয়েছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি মেসি-সুয়ারেজরা। ম্যাচে এগিয়ে যাবার সুযোগ ছিলো এস্পানিওলের সামনেও। কিন্তু বার্সা গোলরক্ষক স্টেগান দেয়াল হয়ে দাঁড়ালে তা সম্ভব হয়নি সফরকারীদের জন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই জমে ওঠে ম্যাচ। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ৪ মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনসু ফাতি। পরের মিনিটেই এস্পানিওলের লোজানো কাতালান ডিফেন্ডার পিকে’কে ফাউল করে দেখেন লাল কার্ড। ৫৬ মিনিটে কাঙ্খিত গোল পায় বার্সা। স্কোর শিটে নাম তোলেন লুইস সুয়ারেজ। এতে বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। লাজলো কুবালাকে টপকে বার্সার হয়ে এখন ১৯৫ গোল সুয়ারেজের। তার সামনে আছেন সিজার আলভারেজ (২৩২), আর অতিঅবশ্যই লিওনেল মেসি (৬৩০)।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3fe4MFF
Post Come trough : Nachole News | নাচোল নিউজ