সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
সাগরে ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তিন ফিশিংবোট মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ জরিমানা করেন। জানা গেছে গভীর সাগরে ইলিশ শিকার শেষে শনিবার রাতে তিনটি ফিশিংবোট উপজেলার চরহালিম সংলগ্ন দারছিড়া নদী অতিক্রমকালে অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। এসময় নিষেধাজ্ঞা অমান্যকারী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরহালিম গ্রামের আলী সিকদারকে ২৫ হাজার, মোছলেম সিকদারকে ২৫ হাজার ও দুলাল আকনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, জেলেদের শিকার করা মাছগুলো সাগরেই বিক্রি করে দেওয়া হয়েছে। যারফলে মাত্র ২৪ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ট্রলার থেকে উদ্ধার করে নিলামে চার হাজার তিন শ’ ৫০ টাকা বিক্রি করা হয়। আর ট্রলার মালিকদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
Post Written by : Rony Islam
Original Post URL : https://ift.tt/2CohmU9
Post Come trough : Nachole News | নাচোল নিউজ