ত্যাগের ঈদে করোনামুক্ত স্বাভাবিক জীবনে ফেরার আকুতি
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (১ আগস্ট) দেশের মসজিদে মসজিদে লাখো মুসল্লি ঈদুল আজহা তথা কোরবানির ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মোনাজাতে ছিল করোনামুক্তির প্রার্থনা ও স্বাভাবিক জীবনে ফেরার আকুতি। নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (১ আগস্ট) দেশের মসজিদে মসজিদে লাখো মুসল্লি ঈদুল আজহা তথা কোরবানির ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মোনাজাতে ছিল করোনামুক্তির প্রার্থনা ও স্বাভাবিক জীবনে ফেরার আকুতি। নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারের ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এতে ইমামতি করেন।
নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
মোনাজাতে মিজানুর রহমান বলেন, আল্লাহ যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন, দয়া করে তাদের শেফা দান করে দিন।
তিনি বলেন, এই বিমারি থেকে, রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করে স্বাভাবিক জীবন যাপনের তওফিক দিন।
করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত করার অনুমতি দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে মসজিদেই হচ্ছে।
শারীরিক দূরত্ব রেখে কাতার করতে হয়েছে বলে ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরের প্রাঙ্গণেও অনেককে নামাজে দাঁড়াতে দেখা গেছে।
করোনাভাইরাস অতি সংক্রামক বলে মাস্ক পরিধানসহ বেশ কিছু বিধিনিষেধ মেনে নামাজ পড়তে হয়েছে সবাইকে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি।
বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রধান জামাতের পর ৭টা ৫০ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, ৯টা ৩৫ মিনিটে, ১০টা ৩০ মিনিটে এবং ১১টা ১০ মিনিটে ধারাবাহিকভাবে আরও পাঁচটি জামাত হয়।
মানা হয়নি সামাজিক দূরত্ব
ঈদের নামাজ আদায়ের ক্ষেত্রে মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রাখলেও, মসজিদ ত্যাগের সময় তা আর যথাযথভাবে মানা হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, মুসল্লিরা গা ঘেঁষাঘেঁষি করে মসজিদে প্রবেশ করছেন। একইভাবে নামাজ শেষ গা-ঘেঁষে বের হচ্ছেন। নামাজ শেষে হুড়োহুড়ি করে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের তিনটি পথ দিয়ে মসজিদ থেকে মুসল্লিদের বের হতে দেখা গেছে।
ঈদের নামাজের জন্য বায়তুল মোকাররমে পূর্ব, দক্ষিণ ও উত্তরের গেটে একটি করে দরজা খোলা রাখা হয়। প্রবেশমুখে বসানো হয় জীবাণুনাশক কক্ষ। সেসব কক্ষের ভেতর দিয়ে সারিবদ্ধ হয়ে মসজিদে ঢোকেন মুসল্লিরা। একটি করে প্রবেশপথ থাকায় মুসল্লিরা গা ঘেঁষাঘেঁষি করে মসজিদে প্রবেশ করেন। একইভাবে নামাজ শেষে বের হওয়ার সময় হুড়োহুড়ি করতে গিয়ে একে অপরের গায়ে এসে পড়েন।
নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী
মসজিদে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী। কাকডাকা ভোরে ঘুম ভেঙে পশুকে কোরবানি করার জন্য গোসল করিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে।
এছাড়া নিজেরাও গোসল করে জামা কাপড় পরিধান করে এবং আঁতর সুগন্ধি মেখে নামাজ আদায়ের জন্য মসজিদের ছুটে চলেছেন। নামাজ আদায় শেষে মুসল্লিরা কুরবানির পশু জবাইয়ের ব্যস্ত হয়ে পড়েন।
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড১৯) এর কারণে সারাদেশের ন্যায় এবারও ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাঁহে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়নি। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৮টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে পর পর ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, দ্বিতীয় জামাত পৌনে ৯টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৯টায়।
নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এসময় জেলা প্রশাসক শোকাবহ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য সকলকে দোয়া করার অনুরোধ করেন।
মুনাজাতে করোনাভাইরাস থেকে দেশ ও জাতির সকলের মুক্তি লাভের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।
শনিবার (১ আগস্ট) এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদ মোবারক। ঢাকার জার্মান দূতাবাস ত্যাগ ও দানের চেতনায় উদ্বুদ্ধ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে। নিরাপদে থাকুন এবং পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করুন।
যুক্তরাষ্ট্রে ২ বিমানের সংঘর্ষে রিপাবলিকান নেতাসহ নিহত ৭
যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে স্থানীয় এক রিপাবলিকান আইনপ্রণেতাসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার আলাস্কার কেনাই পেনিনসুলার সোলডোটনায় অবস্থিত বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে স্থানীয় এক রিপাবলিকান আইনপ্রণেতাসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৩১ আগস্ট) আলাস্কার কেনাই পেনিনসুলার সোলডোটনায় অবস্থিত বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আলাস্কার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি রিপাবলিকান দলের সদস্য গ্যারি নোপ। দুটি বিমানের একটি তিনি নিজে চালাচ্ছিলেন।
আলাস্কার স্টেট কর্তৃপক্ষ লিখিত বিবৃতিতে জানিয়েছে, দুটি বিমানের সব যাত্রীরই মৃত্যু হয়েছে।
গ্যারি নোপপ ছাড়া অন্য বিমানটিতে ছিলেন চার পর্যটক, একজন গাইড এবং একজন পাইলট। দ্বিতীয় বিমানে পর্যটকরা সাউথ ক্যারোলিনা থেকে যাত্রা শুরু করেছিলেন। ওই বিমানের গাইড কানসাস এবং পাইলট সোলডোটনার বাসিন্দা।
দুই বিমানের সাত যাত্রীর মধ্যে ছয়জনের সঙ্গে সঙ্গেই মৃত্যু হলেও একজন হাসপাতালে যাওয়ার পথে মারা যান।
সোলডোটনা এয়ারপোর্টের কাছে একটি হাইওয়ের ওপরে ভেঙে পড়ে বিমান দুটি। এতে কিছুক্ষণের জন্য ওই হাইওয়ে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
রিপাবলিকান দলের সদস্য ৬৭ বছরের গ্যারি নোপ স্টেট হাউজের সদস্য ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্টেট হাউসের স্পিকার ব্রাইস এডগ্যামন।
গোপালগঞ্জে একদিনে নতুন করে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৬৫৯ জনে।
শনিবার (১ আগস্ট) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, কাশিয়ানী উপজেলায় ১০ জন, কোটালীপাড়া উপজেলায় সাতজন, মুকসুদপুর উপজেলায় চারজন ও টুঙ্গিপাড়া উপজেলায় তিনজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। পশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, জেলা থেকে মোট ৭ হাজার ৬৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। বাকিদের মধ্যে ১ হাজার ১৫১ জন সুস্থ হলেও জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৭৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ১৩৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত ১ হাজার ৬৫৯ জনের মধ্যে সদর উপজেলায় ৫৮৮ জন, কাশিয়ানী উপজেলায় ২৭৩ জন, মুকসুদপুর উপজেলায় ২৭১ জন, কোটালীপাড়া উপজেলায় ২৬৭ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২৬০ জন রয়েছেন।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিরা ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছে। ঈদ উপলক্ষে তাদের নাস্তা দেওয়া হয়েছে পায়েস ও মুড়ি। এছাড়া তাদের দেওয়া হবে ৩০০ গ্রাম করে মাংস। শনিবার (১ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মহাবুবুল ইসলাম এ কথা জানান।
তিনি জানান, কেন্দ্রীয় কারাগারে প্রায় ১০ হাজারের মতো বন্দী আছে। এবার ঈদে বন্দিরা যার যার ভবনের ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ জামাত আদায় করেছে।
এছাড়া দুপুরে বন্দিদের জন্য থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ। রাতে থাকবে পোলাও, মুরগী, গরুর মাংস, মিষ্টি ও সর্বশেষ পান সুপারি। ঈদ উপলক্ষে বন্দিদের ৩০০ গ্রাম করে মাংস দেওয়া হবে। প্রতি সপ্তাহে বন্দিদের যে মাংস দেওয়া হয় সেটা থেকে ঈদ উপলক্ষে তার পরিমাণ দ্বিগুণ।
তিনি আরও জানান, করোনাভাইরাসের কারণে কারাগারে স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই করা হচ্ছে। এছাড়া আগের নিয়মেই বন্দিরা তাদের স্বজনদের সাথে মোবাইলে কথা বলতে পারবে। দেখা-সাক্ষাৎ রোজার ঈদের মতো এবারওে বন্ধ আছে।
বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে চীন ও ভারত। দুপক্ষ এ বিষয়ে একমত হওয়ার কথা দাবি করে আসলেও বাস্তবতা তেমনটা নয় বলেই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। দেশটির একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে এই সময় জানায়, উল্টো প্যাংগং লেকের সেই সংঘাত অঞ্চলে সেনাসমাবেশ করে শক্তি বাড়াচ্ছে চীনা বাহিনী।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে দফায় দফায় আলোচনা চালিয়ে আসছে চীন ও ভারত। দুপক্ষ এ বিষয়ে একমত হওয়ার কথা দাবি করে আসলেও বাস্তবতা তেমনটা নয় বলেই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
দেশটির একটি ইংরেজি দৈনিকের বরাত দিয়ে এই সময় জানায়,প্যাংগং লেকের সেই সংঘাত অঞ্চলে সেনাসমাবেশ করে শক্তি বাড়াচ্ছে চীনা বাহিনী।
প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্যাংগং লেকে অতিরিক্ত নৌকো এনেছে চীনা বাহিনী। স্থাপন করা হয়েছে একাধিক তাঁবু। নতুন করে কাটা পরিখাও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।
সর্বশেষ ২৯ জুলাইয়ের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দাবি করা হয়, চীনের পিপল'স লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সেস নেভাল উইংয়ের ১৩টি নৌকা ফিঙ্গার-৫ এবং ফিঙ্গার-৬ এ দেখা যায়। এর মধ্যে ফিঙ্গার পাঁচে তিনটি এবং ফিঙ্গার ছয়ে ১০টি নৌকা। জায়গাটি ভারতের নিয়ন্ত্রণে থাকা ফিঙ্গার চারের খুব কাছেই।
এর আগে ১৫ জুনের যে স্যাটেলাইট চিত্র পাওয়া যায়, তাতে ফিঙ্গার-ছয়ে চীনা বাহিনীর আটটি নৌকো ধরা পড়ে।
লাদাখের অভিযানের দায়িত্বে থাকা ভারতের উত্তর সেনাবাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল ডিএস হুদা বলেন, প্যাংগং লেকের ফিঙ্গার-৫ ও ৬ এ চীনা বাহিনীর আগে কোনো জেটি ছিল না। ফিঙ্গার আটের বাইরে তারা জেটি ব্যবহার করত। কিন্তু, বর্তমানে ফিঙ্গার-৪ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখতে স্থায়ীভাবে উপস্থিতি বাড়াচ্ছে চীন।
গত ২৯ জুলাইয়ের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, ফিঙ্গার-৫ এ অন্তত ৪০টি কুঁড়েঘরের মতো বানিয়ে রাখা আছে। এ ছাড়া ১৫টি তাঁবুও সেখানে খাটানো হয়েছে। এর বাইরেও অতিরিক্ত আরও চারটি তাঁবু সেখানে রয়েছে। ধারণা, নৌকোয় থাকা সেনাদের জন্যই ওই তাঁবু।
লাদাখে প্যাংগং লেকের ধারে আটটি পরপর সরু সরু অঞ্চল রয়েছে। এগুলো ফিঙ্গার (Fingers Region) নামে পরিচিত। তার মধ্যে ফিঙ্গার-৪ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চীনা সেনাদের সঙ্গে সংঘাত বেঁধেছিল ভারতীয় সেনা জওয়ানদের।
ফিঙ্গার রিজিয়নের আটটি ফিঙ্গার ভারতের অন্তর্গত বলে বরাবরই দাবি করে এসেছে নয়াদিল্লি। এই আট ফিঙ্গার যেখানে শেষ হচ্ছে, সেখানেই ভারত-চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখা।
তবে এ বিষয়ে চীনের দাবি, চার নম্বর ফিঙ্গার পর্যন্ত ভারতের এলাকা এবং বাকি চারটি ফিঙ্গার চীন সীমান্তের মধ্যে পড়ছে।
গত ৫ মে লাদাখে আট নম্বর ফিঙ্গারের দিকে টহল দিতে যাওয়ার পথে ভারতীয় বাহিনীর পথ আটকায় চীনা সেনা। একপর্যায়ে সংঘর্ষে জড়ালে কর্নেলসহ ২০ ভারতীয় সেনা নিহত হয়। নিজেদের হতাহতের বিষয়টি স্বীকার করলেও সংখ্যা জানায়নি চীন।
শাপলা মিডিয়ার ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের পোস্টার রিলিজ রোববার
বিনোদন ডেস্ক
এবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা ও দাফনের প্রেক্ষাপটে হৃদয়বিদারক ঘটনা ও ঘাতকদের চক্রান্ত নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।
‘আগস্ট ১৯৭৫’ নামের এই চলচ্চিত্রটির পোস্টা ও ফার্স্ট লুক আগামী ২ আগস্ট, ২০২০ রোববার সন্ধ্যা ৭টায় রিলিজ করা হবে। তবে করোনার কারণে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই এ চলচ্চিত্রের পোস্টার ভয়েস টেলিভিশনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েব পোর্টালে রিলিজ দেয়া হচ্ছে।
আগামী ৬ আগস্ট এ চলচ্চিত্রটির টিজার রিলিজ করা হবে বিকেল ৫টায়। আর ১৩ আগস্ট একই সময় জনপ্রিয় অভিনেতা ও শিল্পী ফজলুর রহমান বাবুর কণ্ঠে একটি পুরো গান ভিডিওসহ দেখতে পাবেন দর্শকরা। তবে এর জন্য চোখ রাখতে হবে- ভয়েস টেলিভিশনের ইউটিউব, ফেসবুক ও ওয়েব পোর্টালে। দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান নিজেই চলচ্চিত্রটির প্রযোজক, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন। এই চলচ্চিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। এছাড়া ইতিহাসের কুখ্যাত ব্যক্তি, বেঈমান ও বিশ্বাস ঘাতক খুনি খন্দকার মোশতাকের চরিত্রে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের চরিত্রে অভিনয় করছেন তৌকীর আহমেদ। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টপাধ্যায়, ফজলুর রহমান বাবু, আনিসুর রহমান মিলন ও মাজলুম মিজানসহ আরও অনেকে। আর ইমন সাহার সুর-সংগীতে চলচ্চিত্রটির শোকের আবহাওয়া মাখা একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান বললেন, ঘাতক ও বেঈমানদের চক্রান্ত এবং ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রে ইতিহাসের আলোকে সেই সময়কার ঘটনা দেখানো হবে। শুধু তাই নয়। ঘাতকরা কীভাবে চক্রান্ত ও হত্যাকাণ্ডের নীল নক্সা বাস্তবায়ন করেছে এবং জাতির পিতাকে টুঙ্গিপাড়ায় দাফনের হৃদয়বিদারক ঘটনাও দর্শকরা দেখবে এই চলচ্চিত্রে।
সেলিম খান আরও বলেন, দৃশ্য এবং চরিত্রগুলো এমনভাবে গাঁথা হয়েছে কেউই আবেগ ধরে রাখতে পারবেন না। দাফনের দৃশ্যায়নের সময় আমি নিজে শুটিং সেটে এক ঘণ্টা কেঁদেছি। ইউনিটের সবাই আমার মতোই কেঁদেছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেষ রাত থেকে ১৬ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফন পর্যন্ত কী ঘটেছিল। বাঙালি জাতিকে তা জানতে হবে। আর এই আনটোল্ড স্টোরি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে চলা প্রতিষ্ঠান হিসেবে দর্শকদের জানানো দায়িত্ব ও দায়বদ্ধতা মনে করে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রটি দেশবাসীকে দেখার সুযোগ করে দিতে সারা দেশের সিনেমা হল খুলে দেয়ার জন্য ৩০ জুলাই বৃহস্পতিবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান। সেই সঙ্গে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল ঘোষণা দিয়েছে, ইতিহাসের ঘটনাবহুল অধ্যায়ের অংশ বিশেষ নিয়ে নির্মিত ‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের মাধ্যমে আয়ের যাবতীয় অর্থ বঙ্গবন্ধু কল্যাণ ট্রাস্টে প্রদান ও বন্যা দুর্গতদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে আটটা বাংলাদেশ শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১ হাজার ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে টানা চতুর্থদিন বারোশোর বেশি মানুষের মৃত্যু হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
নতুন সংক্রমণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় চৌদ্দশো’র বেশি মৃত্যু দেখেছে দেশটি।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে আটটা বাংলাদেশ শনিবার (০১ আগস্ট) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১ হাজার ৪৪২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে টানা চতুর্থদিন বারোশোর বেশি মানুষের মৃত্যু হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে।
তাতে যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৬৮ জনে, যা একক দেশ হিসেবে অনেক আগে থেকেই সর্বাধিক।
চব্বিশ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনার সংক্রমণ পাওয়া গেছে ৬৯ হাজার মানুষের শরীরে। ৪৫ লাখ ৬০ হাজার।
জুনের আগে যুক্তরাষ্ট্র সংক্রমণে কিছুটা কমতির দিকে থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে বাড়তির দিকে আছে। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলো থেকে রেকর্ড সংক্রমণের খবর আসছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে আক্রান্ত-মৃত্যু আরও বেশি। আক্রান্ত ৪৭ লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার।
এই তালিকায় দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল। আক্রান্ত ২৬ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৯২ হাজার ৫০০। ভারত আক্রান্তে তৃতীয়স্থানে আছে ১৭ লাখ ছুঁই ছুঁই, মৃত্যুতে পঞ্চমস্থানে আছে দেশটি, ৩৬ হাজার। মৃত্যুতে তৃতীয়স্থানে আছে মেক্সিকো ৪৬ হাজার ৬৮৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবশেষ হিসেব মতে, বৈশ্বিক মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে তৃতীয়স্থান উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি। বাংলাদেশ সময় ০১ আগস্ট সকাল পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৮৮ জন।
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোতে লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সবশেষ হিসেব মতে, বৈশ্বিক মৃত্যুর তালিকায় যুক্তরাজ্যকে টপকে তৃতীয়স্থান উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি।
স্থানীয় সময় শুক্রবার রাত বাংলাদেশ সময় শনিবার (০১ আগস্ট) সকাল পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৮৮ জন। এতে মৃত্যুতে যুক্তরাজ্যকে টপকে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত ঘেঁষা দেশটি।
চব্বিশ ঘণ্টায় মেক্সিকোতে সংক্রমণ ধরা পড়েছে আরও ৮ হাজার ৪৫৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৬৩৭ জন। আক্রান্তে বৈশ্বিক তালিকায় ষষ্ঠস্থানে আছে দেশটি।
বৈশ্বিক মৃত্যুর তালিকায় মেক্সিকোর ওপরে উঠে আসায় অবনমন হয়েছে যুক্তরাজ্যের। ৪৬ হাজার ১১৯ জন নিয়ে এই তালিকায় বর্তমানে চতুর্থস্থানে আছে দেশটি।
মৃত্যুর তালিকায় মেক্সিকোর ঠিক ওপরে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে মোট মৃত্যু ৯২ হাজার ৫০০ ছাড়িয়েছে। আক্রান্তেও দ্বিতীয়স্থানে আছে ব্রাজিল, ২৬ লাখ ৬৬ হাজার।
মৃত্যু ও আক্রান্তের বৈশ্বিক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃত্যু ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ।
চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ১১২ জনের করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৪ হাজার ৪৫০জন। মৃত্যুবরণ করেছেন ২ জন।
শুক্রবার (৩১ জুলাই) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৫টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়।
এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২২৬টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ৪৫ জন, বিআইটিআইডি ল্যাবে ১০ জন এবং চমেক ল্যাবে ২৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪১টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষা করে ২০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৬১৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলায় ১৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ জন।
করোনামুক্তি আর বিশ্বের কল্যাণ কামনায় আমেরিকায় ঈদুল আজহা পালিত
প্রবাস ডেস্ক
মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভ, মনের মধ্যকার পশুত্ব দূর আর করোনামুক্ত পৃথিবীসহ সমগ্র বিশ্বের কল্যাণ, মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনার মধ্য দিয়ে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় শুক্রবার (৩১ জুলাই) পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। করোনাকালের বিশেষ পরিস্থিতি ও প্রেক্ষপটে সামাজিক দূরত্ব বজায় রেখেই মসজিদে মসজিদে ঈদের অধিকাংশ জামাত শেষ অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে এই কামনা করা হয়।
এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কোথাও কোথাও খোলা মাঠে এবং সড়কের উপরও ঈদের জামাত হয়েছে। তবে করোনা পরিস্থির কারণে অধিকাংশ মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হয় এবং এসব জামাতে সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। তবে ঈদের দিন শুক্রবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় মুসল্লীদের নামাজ আদায়ে খানিকটা প্রতিকুল পরিবেশ মোকাবেলা করতে হয়। পবিত্র ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদুল আজহা উদযাপনের অন্যতম প্রধান কর্মকান্ড হচ্ছে ঈদের নামাজ আদায় করার পর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানী। সেই লক্ষ্যে ছিলো নানা আয়োজন ও প্রস্তুতি। বিশেষ করে ঈদের নামাজ শেষে অনেকেই পশু কোরবানী দেন। আবার অনেকেই গ্রোসারী বা ফার্মের মাধ্যমে কোরবানী দেন। খবর ইউএনএ’র।
এদিকে ঈদুল আজহার নামাজে অংশগ্রহণকারী মসুল্লীরা রং বে রং এর নতুন জামা-কাপড় পড়ে ঈদের জামাতে অংশ নেয়ায় মসজিদগুলোতে ভীন্ন পরিবেশ ও আমেজ পরিলক্ষিত হয়। তাদের মাঝে ছিলো উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশ। তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মসল্লীরা ঈদেও দিনের চিরাচরিত একে অপরের সাথে ‘কোলাকুলি’ করা থেকে বিরত থাকলেও মুখে মুখে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছেন। অনেকেই প্রথম জামাত শেষে কাজে যোগ দিয়েছেন। আবার যাদের কাজ নেই তাদের অনেকে কোরবানী দিতে ফার্মে গেছেন। তবে ঈদ শেষে ফোনের মাধ্যমেই প্রবাস ও দেশ-বিদেশে ঘনিষ্টজন সহ বন্ধু-বান্ধবদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়াও অনেকে ঘনিষ্টজন আর বন্ধু-বান্ধবদের বাসায় গিয়েও ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন।
জেএমসি: নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এ এবার ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের দিন জেএমসি-তে সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেএমসি’র খতিব ও ইমাম মওলানা মির্জাআবু জাফর বেগ। এছাড়াও জেএমসি-তে এক ঘন্টা বিরতিতে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টায় আরও ৪টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইমাম শামসে আলী আর চতুর্থ জামাতে ইমামতি করেন হাফেজ রফিকুল ইসলাম। জেএমসি ভবন ছাড়াও মসজিদ সংলগ্ন ‘জেএমসি ওয়ে’তে খোলা রাস্তার উপরও মুসল্লীরা নামাজে অংশ নেন।
জেএমসি’র ঈদের জামাত চলাকালীন সময়ে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু ও স্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন মসজিদে উপস্থিত হয়ে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী ইউএনএ প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, করোনা পরিস্থিতি মেনেই জেএমসি-তে ঈদুল আজহার নামাজের আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের সময়ের চেয়ে ঈদুল আজহায় একত্রে নামাজ আদায়ের সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি মহান আল্লাহতায়ার কাছে শুকরিয়া আদায় কওে বলেন, সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মুখে মাস্ক, হাতে গেøাভস আর জায়নামাজ সাথে আনার উপর ছিলো বিশেষ অনুরোধ।
মসজিদ আল আরাফা: জ্যামাইকার মসজিদ আল আলাফা (আরাফা ইসলামিক সেন্টার)-এ পবিত্র ঈদুল আজহার ৫টি জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। মসজিদ সেন্টারেই প্রথম ঈদের জামাত হয় সকাল ৬টায়। এরপর সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় আরো ৪টি জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে এবার এখানে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিলো না। তবে পুরুষ নামাজীদের মধ্যে কে কোন জামাতে ঈদের নামাজ আদায় করবেন তার জন্য মসজিদ কমিটির কাছ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করতে হয় এবং জায়নামাজ সাথে নিয়ে সামাজিক দূরত্ব মেনে ঈদের নাজাজ আদায় করতে হয়।
মসজিদ মিশন: জ্যামাইকার ‘হাজী ক্যাম্প মসজিদ’ নামে পরিচিত মসজিদ মিশনে পবিত্র ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত ছাড়াও সকাল ৮টা ও ৯টায় আরো দু’টি জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ রফিকুল ইসলাম। দ্বিতীয় জামাতে ইমামমতি করেন মওলানা মঞ্জুরুল করীম। আর তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ তানভির। এই মসজিদে দ্বিতীয় নামাজের আগে নিউইয়র্কের ষ্টেট সিনেটর জন ল্যু উপস্থিত হয়ে মুসল্লীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম সাব্বির । মসজিদে মিশনের তিনটি জামাতেই উপস্থিত মুসল্লীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদুল আজহার ৬টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টায়, পৌনে ৮টায়, সাড়ে ৮টায়, সোয়া ৯টায়, ১০টায় এবং সকাল পৌনে ১১টায়। এখানেও সামাজিক দূরত্ব মেনে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করেন।
আমেরিকান মুসলিম সেন্টার: জ্যামাইকার সার্টফিন বুলেভার্ডের আমেরিকান মুসলিম সেন্টার (এএমএস)- উদ্যোগে ঈদুল আজহার চারটি জামাত যথাক্রমে সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টার নামাজের বয়ান করেন এএমএস’র চেয়ারম্যান ও জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আবু জাফর বেগ। নামাজ পরিচালনা করেন মদিনা মসজিদের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ জুলকীফিল। প্রতিটি জামাতে মুসল্লীদের সমাগম ছিল উল্লেখযোগ্য। ঈদের নামাজ শেষে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের কল্যাণ, মুসলিম জাহানের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আল আমীন জামে মসজিদ: এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার-এ ঈদুল আজহার ৪টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনেই মসজিদের ভিতরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় বলে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান।
বাংলাবাজার জামে মসজিদ: ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আরো দুটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও ৯টায়। গুড়ি গুড়ি বৃষ্টি তথা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিপুল সংখ্যক মুসল্লী এখানে জামাতে অংশ নেন।
বায়তুল জান্নাহ মুসলিম কমিউনিটি সেন্টার: ব্রæকলীনের বায়তুল জান্নাহ মুসলিম কমিউনিটি সেন্টারে ঈদুল আজহার ৬টি জামাত অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত ছিলো আবহাওয়া ভালো থাকলে মসজিদের সামনে খোলা রাস্তার উপর একটি জামাত হওয়ার। কিন্তু বৃষ্টির কারনেই মসজিদ কর্তৃপক্ষ ৬টি জামাতের ব্যবস্থা করেন। সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর পরবর্তীতে আধা ঘন্টা বিরতি দিয়ে বাকী আরো ৫টি জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহ’র পরিচালক ইমাম কাজী কায়্যূম জানান, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে নামাজের কাতার গঠন ইসলামী শরীয়তে সরাসরি নিষেধাজ্ঞার কারণে নিউইয়র্ক ঈদগাহ এবারও ফেসবুক লাইভস্ট্রিমে ঈদুল আজহার জামাতের ব্যবস্থা করা হয়। শুক্রবার সকাল ৯টায় মোহাম্মদী সেন্টার থেকে সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচারিত ঈদের জামাতে মুসল্লীরা অংশ নেন বলে তিনি জানান।
এছাড়াও জ্যামাইকার ইকনা, ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টার, ওজনপার্কের বায়তুল আমান মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদ সহ নিউইয়র্কের লং আইল্যান্ড, জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, উডসাইড, ব্রঙ্কস, ব্রæকলীন, ওজনপার্ক প্রভৃতি এলাকার মসজিদে একাধিক ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে বাংলাদেশী অধ্যুষিত ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরিজোনা সহ প্রভৃতি অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখেই পবিত্র ঈদুল আজহা পালন করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) এক বার্তায় তিনি ঈদের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, ঈদুল আজহা আমাদের সবাইকে উদার ও সহৃদয়বান হওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এই দুই সদগুণের প্রাসঙ্গিকতা আরও মূর্তভাবে আমাদের সামনে হাজির হয়েছে। একটি দীর্ঘমেয়াদি বন্ধু দেশ এবং মানবিক সাহায্য ও উন্নয়নের অংশীদার হয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ঈদ মুবারক।
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এখনও ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক ছোট গাড়ি ও বাস। ঢাকা-আরিচা মহাসড়কের যানজট আর ফেরি চলাচলে অতিরিক্ত সময় লাগার এই অবস্থার সৃষ্টি হয়েছে। তবে রাতের চেয়ে যানবাহনের চাপ কিছুটা কমেছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দেড় কিলোমিটার এলাকায় গাড়ির সারি রয়েছে বলে জানিয়েছেন বরংগাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক বাসুদেব সিনহা।
তিনি জানান, রাতের পর থেকে গাড়ির চাপ কিছুটা কমতে শুরু করে। তবে এখানো তিন শতাধিক গাড়ি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকেই এ মহাসড়কে যাবনবাহনে চাপ বাড়তে থাকে, তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। তবে শনিবার সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ পারি দিতে না পারায় যাত্রী ও চালকদের মধ্যে অসন্তুষ্টি বিরাজ করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ১৬টি ফেরি দিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। বেশকিছু ছোট গাড়ির চাপ থাকলেও বাস তেমন একটা নেই। আনুমানিক দুই থেকে তিনশো ছোট গাড়ি পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের টানা তিনদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। তবে তিনদিনের কথা বলা হলেও মূলত বন্ধ থাকছে একদিন। বাকি দুইদিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটিতে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
যশোর প্রতিনিধি
ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের টানা তিনদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে।
তবে তিনদিনের কথা বলা হলেও মূলত বন্ধ থাকছে একদিন। বাকি দুইদিন সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটিতে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বন্দর সূত্রে জানা যায়, ৩১ জুলাই ও ১ আগস্ট সাপ্তাহিক ছুটি। এর মধ্যে ১ আগস্ট ঈদ উৎসব। পরদিন রোববার (২ আগস্ট) ঈদের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। আগামী সোমবার (৩ আগস্ট) সকাল থেকে আগের মতো আমদানি-রপ্তানি, কাস্টমস হাউসের কার্যক্রম ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারি নেয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে-রাতে বন্দর এলাকায় টহল দিচ্ছেন।
সামাজিক দূরত্ব মেনে আর মুখে মাস্ক পরে স্পেনে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে ও একে অপরের সাথে কুশলাদি বিনিময় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন। করোনার প্রাদুর্ভাব কিছুটা বেড়ে যাওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে দেশটির মসজিদগুলোতে ঈদুল আযহার নামাজের অনুমতি থাকায় মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করতে পেরেছেন। তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভাটা পড়েছিল ঈদের কোলাকুলিতে।
রাজধানী শহর মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন বায়তুল মুকাররম জামে মসজিদে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা ৪৫, ৮টা ৩০, ৯টা ১৫, ১০টা ও ১০টা ৪৫মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতগুলোতে পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। কোভিড-১৯ এর কারণে ঈদের নামাজে ছিল বিশেষ সতর্কতা। প্রতিটি জামাতে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য ১৩২ জন করে নামাজ আদায় করেন, যেখানে একইসাথে পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারতেন। মুসল্লীদের বাসা থেকে অযু করে এবং জায়নামাজ নিয়ে আসার নিদের্শনা ছিল। নামাজ শেষে খুতবায় কভিড-১৯ থেকে মুক্তির জন্য আল্লাহ‘র কাছে বিশেষ ফরিয়াদ ও বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের হেফাজত ও শান্তি কামনা করা হয়। এছাড়াও শাহ জালাল লতিফিয়া জামে মসজিদ ও আল হুদা মসজিদে ৩টি করে ঈদের জামাত এবং অন্তেভিয়াস ফুটবল মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে একটি জামাত অনুষ্ঠিত হয়।
পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর বাংলাদেশি পরিচালনাধীন মসজিদগুলোতেও ঈদুল আজহার নামাজের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সময়ে করোনা সংক্রমণের মাত্রা দেশটির কাতালোনিয়া প্রদেশে বৃদ্ধি পাওয়ায় ঈদের নামাজ পড়া নিয়ে প্রশ্ন দেখা দিলেও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছেন। পুরোপুরি উৎসবপূর্ণ পরিবেশে না হলেও তারা নিজেদের মধ্যেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
কানারিয়া দ্বীপপুঞ্জভুক্ত শহর টেনেরিফেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও ঈদের নামাজ পড়ে ও একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করে ঈদ উদযাপন করেছেন। ওখানেও ছিল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। সকাল ৭টা ৩০ ও ৮টা ৩০ মিনিটে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়। জামাত দু’টিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা নামাজ আদায় করেন। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। স্পেনের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা জামাত গুলোতে অংশ নেন।
স্পেনে অনুষ্ঠিত বিভিন্ন জামাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আবদুল খালিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আলামিন মিয়া, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ভালিয়েন্তে বাংলার সভাপতি মো: ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি লুৎফুর রহমান, কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক আফসার হোসেন নীলু,ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, আবুল খায়ের, দুলাল সাফা, জাকির হোসেন, আরজু মিয়া,আবুল হাসেম মেম্বার, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি, মামুনুর রশিদ, নুরুল ইসলাম, এমদাদুল হক, আলী হোসেন, আব্দুর রহমানসহ কমিউনিটি নেতৃবৃন্দ। প্রসঙ্গত, স্পেনে করোনা মহামারির কারণে ঈদুল ফিতরের নামাজ আদায় করার অনুমতি ছিল না।
করোনার প্রাদুর্ভাব থেকে উন্নতির দিকে যাওয়া দেশটিতে আবারো করোনার ’দ্বিতীয় ধাপ’-এর আশঙ্কা করা হচ্ছে। তাই ঈদুল আযহার নামাজ আদায়ে দেখা দিয়েছিল প্রশ্ন। শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে অবস্থিত মুসলমানদের মসজিদে ঈদের নামাজ আদায় করার অনুমতি পাওয়া যায়। তবে দেশটিতে প্রকাশ্যে পশু কোরবাণি দেয়ার নিয়ম না থাকায় স্থানীয় গ্রোসারি দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী এক বার্তায় এই ঘোষণা দেন। যদিও ইরাকের সংসদকে অবশ্যই নির্বাচনের তারিখটি অনুমোদন করতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকে আগাম নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি।
শুক্রবার (৩১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী এক বার্তায় এই ঘোষণা দেন। যদিও ইরাকের সংসদকে অবশ্যই নির্বাচনের তারিখটি অনুমোদন করতে হবে।
এদিকে দেশটির সরকার বিরোধীদের অন্যতম দাবীর একটি হলো আগাম নির্বাচন। এ দাবীকে কেন্দ্র করে আন্দোলনকারীরা গতবছর মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করে এবং কয়েকশত সন্দেহভাজন নিরাপত্তাকর্মী ও গানম্যানের হাতে প্রাণ হারায়।
এর আগে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী গত বছরের ডিসেম্বরে বিক্ষোভের চাপে পদত্যাগ করতে বাধ্যহন।