স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: আতঙ্কের নাম করোনাভাইরাস। মারণ এই ব্যাধির মোকাবিলায় দেশজুড়ে ‘লকডাউন’ চলছে। তবুও কোনও হেলদোল নেই একশ্রেণীর মানুষের মধ্যে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শুধুমাত্র হাতি দেখার তাগিদে, রাস্তায় নেমে পড়লেন অসংখ্য মানুষ। শনিবার এমনই অবাক কাণ্ডের সাক্ষী হয়ে রইল বাঁকুড়ার পাত্রসায়র এলাকা।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে ৩টি হাতির একটি দল সোনামুখী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল। একটি হাতিকে বনদফতরের পক্ষ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও, দু’টি হাতি বর্ধমানের খণ্ডঘোষ এলাকায় চলে যায়।
শনিবার সোনামুখী ও পাত্রসায়র বনদফতরের কর্মীরা যৌথভাবে ওই হাতির দলটিকে সরিয়ে আনার চেষ্টা করেন। এই খবর পেয়ে পাত্রসায়রের রসুলপুর, বেতুর, ঘোষপাড়া ফকিরডাঙ্গা, ইদিলচক, কাটোরা এলাকার প্রচুর মানুষ হাতি দেখতে রাস্তায় নেমে পড়েন। পুলিশের উপস্থিতিতেও অতিউৎসাহী জনতাকে আটকানো যায়নি।
পাত্রসায়রের বনাধিকারিক শিবপ্রসাদ সিনহা বলেন, হাতি দু’টিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। কিন্তু মানুষ যেভাবে হাতি দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন আটকানো যাচ্ছেনা। পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করলেও কাজ হয়নি বলে তিনি জানান।
The post লকডাউন ভুলে গজরাজকে দেখতে পথে নেমে পড়ল অতিউৎসাহী জনতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 29, 2020 at 04:31AM