করোনা: জার্মানিতে ৫ বাংলাদেশি আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্কদিনেদিনে জার্মানিতে ভয়াবহ রূপ ধারণ করছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৯৫ জন। এদিকে জার্মানিতে বসবাসরত পাঁচ প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (২৯ মার্চ) বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু’জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।
বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে।
মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নিচে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
করোনা: জার্মানিতে ৫ বাংলাদেশি আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্কদিনেদিনে জার্মানিতে ভয়াবহ রূপ ধারণ করছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৯৫ জন। এদিকে জার্মানিতে বসবাসরত পাঁচ প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার (২৯ মার্চ) বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু’জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।
বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে।
মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নিচে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি