মুম্বই: সারা দেশ স্তব্ধ। টানা ২১ দিনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন। যদিও নিত্যপ্রয়োজনীয় খাবার ও সামগ্রীর দোকান কিছু খোলা থাকবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু লকডাউনের বাজারে সে ভাবে বাইরে বেরোতে কেউই চাইছেন না। তাই মজুদ খাবার ফুরোলে যে বেশ সমস্যায় পড়তে হবে তা বলাই বাহুল্য। বিশেষ করে প্রবীণ নাগরিকদের কাছে এটি একটি বড় সমস্যা। তাই তাঁদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেত্রী দিয়া মির্জা।
প্রবীণ নাগরিকদের জন্য এই করোনা ভাইরাস ভয়ানক হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা প্রাণঘাতী। তাই তাঁদের বাড়িতে থাকা বেশি জরুরি। বাড়ি থেকে বেরোলে তাঁদের ঝুঁকি কয়েকগুণ বেশি। আবার অনেক প্রবীণ নাগরিকই আছেন যাঁরা বাড়িতে একাই থাকেন। ছেলে মেয়েরা হয়তো অন্য দেশে বা রাজ্যে রয়েছেন। তাই তাঁদের পাশে দাঁড়ালেন দিয়া। তাঁর এলাকায় অধিকাংশ নাগরিকই প্রবীণ। তাই তাঁদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি ২ জন করে সবজি ও ফল বিক্রেতাকেঠিক করেছেন। এরাই সপ্তাহে ২ দিন এসে সেই এলাকার বয়স্ক মানুষদের সবজি ও ফল বিক্রি করবে। দিয়া নিজের ইনস্টাগ্রামে বিষয়টি শেয়ার করেছেন।
দিয়ার এই উদ্যোগ অনেকেই প্রশংসা করছেন। এখনও ভারতে করোনা সংক্রমণ স্টেজ ২-তে রয়েছে। কমিউনিটি স্প্রেড করলেই তৃতীয় স্টেজ শুরু। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে প্রবীণরা। চিকিৎসকরা জানিয়েছেন প্রবীণ ও যাঁদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম তাঁদের জন্য করোনা সবচেয়ে বেশি প্রাণঘাতী। তাই এই অবস্থায় প্রবীণদের কথা ভেবে যা দিয়া করেছেন তা প্রশংসনীয়।
প্রসঙ্গত, করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গিয়েছে চিন ও ইটালিকেও। তাই সারা বিশ্বে আতঙ্ক বেড়েই যাচ্ছে। ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে ৭২৪ জন এই দেশে আক্রান্ত বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে ২০ জনের।
The post করোনা সংকটে প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন দিয়া মির্জা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 28, 2020 at 06:29AM