কলকাতা ও শিলিগুড়ি: গোটা রাজ্যের নজর এখন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল। এখানেই রাজ্যের সর্ববৃহৎ করোনা চিকিৎসা কেন্দ্র। কিন্তু বিধি বাম। খোদ চিকিৎসকদের ছাড়তে হয়েছে ফ্ল্যাট-ভাড়াবাড়ি।
করোনা আতঙ্কে এই ভাড়টে চিকিৎসকদের আর বাড়ি বা ফ্ল্যাটে ঢোকা নিষিদ্ধ। এই আতান্তরে পড়ে তাঁরা চিকিৎসা চালাচ্ছেন। আর যে যেখানে পারছেন মাথা গোঁজার স্থান খুঁজে নিচ্ছিলেন। একই অবস্থা বিভিন্ন জেলাতেও। সেখানেও চিকিৎসকরা মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হয়েছেন।
পরিস্থিতি বুঝে তড়িঘড়ি সিদ্ধান্ত নেন রাজ্যের একমাত্র বামপন্থী মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুর নিগমের মেয়র তিনি এবং বিধায়ক। তাঁর নির্দেশে বেলেঘাটাতেই শিলিগুড়ি কর্পোরেশনের অতিথিশালা খুলে দেওয়া হল করোনা চিকিৎসকদের জন্য।
এতে সুবিধা চিকিৎসকদের। একে তো তাঁরা মেস-ফ্ল্য়াট, ভাড়া বাড়িতে ঢুকতে পারছিলেন না। এবার তাঁর হাসপাতালের কাছেই থাকতে পারবেন।
শিলিগুড়ি মেয়র তথা প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোকবাবু জানান, কলকাতায় থাকা শিলিগুড়ি পৌরনিগমের অতিথি নিবাসটি বেলেঘাটা আইডি হাসপাতালের ডাক্তারদের থাকার জন্য দেওয়া হচ্ছে। তাঁদের কাজে সুবিধা হবে।
বর্ষীয়ান সিপিআইএম নেতা ও বিধায়ক এর আগে শিলিগুড়ির রাস্তায় করোনাভাইরাস রোখার জন্য সচেতনতা পদযাত্রা করেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান।
বাম জমানায় অশোকবাবু রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী ছিলেন। পরে ২০১১ সালে পরিবর্তনের বছরে তিনি শিলিগুড়ি থেকে পরাজিত হন। পরের নির্বাচনে ফের জয়ী হন। তাঁর নেতৃত্বে শিলিগুড়ি পুর নিগমে বাম কংগ্রেস জোটের দখলে।
The post বামপন্থী মেয়র অশোকের নির্দেশে থাকতে পেলেন করোনা চিকিৎসকরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 29, 2020 at 08:22AM