কলকাতা: একই পরিবারের পাঁচ জন্যের করোনা আক্রান্তের জন্য দাবি ওই পরিবার৷ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আইসোলোশনে না-থাকের খেসারত দিতে হয়েছে তাদের৷ এর ফলে ৯ মাসের শিশু-সহ প্রত্যেকেই করোনায় আক্রান্ত নদিয়ার তেহট্টের ওই পরিবার৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় সাধরণ মানুষের কাছে কাতর স্বরে আবেদন করলেও তা কর্ণপাত করেনি তেহট্টের ওই পরিবার৷ যার মাসুল গুণতে হয়েছে ৯ মাস, ৬ বছর এবং ১১ বছরের তিনটি শিশু-সহ পাঁচ জনকে। রাজ্যে একই পরিবারের পাঁচ জনের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা প্রথম৷
স্বস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ দিল্লিতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছে তেহট্টের ওই পরিবার। সেখানে লন্ডন থেকে ফিরেছিলেন এক যুবক৷ তেহট্টের পাশাপাশি দিল্লিতেও ওই পরিবারের বাড়ি রয়েছে৷ দিল্লিতে থাকেন লন্ডন থেকে ওই যুবকের এক বোন৷ যাঁর ১১ বছরের সন্তান রয়েছে। আর এক বোন থাকে উত্তরাখণ্ডে৷ যাঁর ৯ মাসের ও ৬ বছরের দুই শিশু রয়েছে।
দিল্লিতে অনুষ্ঠানেরই পর অসুস্থ হয়ে পড়েন লন্ডন ফেরত ওই যুবক। তাঁকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা টেস্টে তাঁর COVID19 ভাইরাস পাওয়া যায়৷ এর পরই ওই পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় দিল্লির স্বাস্থ্য দফতর। কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা না-করে তেহট্টে ফিরে আসে ওই পরিবারের সদস্যরা৷ আর তাতেই সর্বনাশ হয়৷
দিল্লি থেকে ট্রেনে ২০ মার্চ কলকাতায় ফেরে তারা৷ পরেরদিন তেহট্টে ফিরে একটি অনুষ্ঠানে যোগ দেয় পরিবারটি। ২৩ মার্চ সকালে অসুস্থ হয়ে পড়েন ওই পরিবারের ৪৭ বছরের এক মহিলা। স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা স্বাস্থ্য ভবনে যোগাযোগ করে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠান। সেখানে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আর বাকি ১৩ জনকে পাঠানো হয় হোম কোয়ারান্টাইনে। বুধবার তাঁদের নমুনা সংগ্রহ করা হয়৷ শুক্রবারই ওই পরিবারের পাঁচ সদস্যের করোনা ভাইরাস পাওয়া যায়৷
শনিবার ওই পরিবারের সদস্যদের কলকাতায় এনে বেলেঘাটা আইডি বা রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ক্যাম্পাসে ভর্তি করানো হতে পারে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন,‘দিল্লি থেকে বিষয়টি সম্পর্কে আমাদের জানালে এটা হত না৷ কারণ তখনই আমরা ব্যবস্থা নিতাম৷ পরিবারটির দায়িত্বজ্ঞানহীনতায় এটা ঘটেছে৷ চিকিৎসকরা পরিবারটিকে কোয়ারান্টিনে থাকার নির্দেশ দিলেও তারা তা শোননি৷। লুকিয়ে কলকাতায় চলে এসে নিজেদের বাড়িতে এসে আবারও একটি অনুষ্ঠানে যোগ দেন।’ এই পরিবারটির সংস্পর্শে কারা এসেছিলেন তাদের খোঁজ চালাচ্ছে প্রসাশন৷
The post করোনাভাইরাস: নিয়মকে বুড়ো আঙুল দেখানোর খেসারত দিল পরিবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 28, 2020 at 07:04AM