দিবালোক সঞ্চয়ের ফলে ইউরোপের অনেক দেশেই ঘড়ির কাটা পরিবর্তন করা হয়। বছরে দুইবার ঘড়ির কাটা এক ঘণ্টা পরিবর্তন হয়ে থাকে। এর ফলে একবার সামনে আরেকবার পেছনে এভাবে এক ঘণ্টা পরিবর্তন হয়ে আসছে।
সেই প্রেক্ষিতে আগামী ২৯ শে মার্চ রোববার (শনিবার দিবাগত রাত) ইউরোপের সময় রাত দুইটা থেকে ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে তিনটা করা হবে। প্রতি বছর গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়। যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
যাদের কাছে এনড্রয়েড মোবাইল আছে, তাদের মোবাইলের সময় অটোমেটিক ভাবেই পরিবর্তন হয়ে যাবে । কিন্তু যাদের কাছে এনড্রয়েড মোবাইল বা ডিজিটাল ঘড়ি নেই তাদেরকে নিজে থেকেই সময়ের কাঁটা এক ঘন্টা এগিয়ে নিতে হবে।
বর্তমান সেন্ট্রাল ইউরোপীয় সময়ের ব্যবধান ৫ ঘন্টা বেশি বাংলাদেশে। আর আগামী রবিবার থেকে এই ব্যবধান হবে ৪ ঘন্টার। জার্মানিতে প্রথম ঘড়ির কাটা পরিবর্তন করা হয় ১৯৮০ সালে।
মূলত বেশি দিনের আলো উপভোগ করার জন্য আর এনার্জি সেভ করার জন্যই সময়ের পরিবর্তন করা হয়ে থাকে।
Www.francebanglanewes.com
The post ফ্রান্স সহ ইউরোপে ঘড়ির কাটা এক ঘন্টা পরিবর্তন করা হবে appeared first on Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh.
via Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh https://ift.tt/2vUyL41 Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh