ভারতে Covid-19 করোনা ভাইরাসের মামলা লাগাতার বেড়েই চলেছে। আর এরই মধ্যে কেরলের (Kerala) কাসরগোড (Kasargod) থেকে এমন এক খবর সামনে আসছে, যেটা শুনে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দ্য নিউজ মিনিট এর একটি রিপোর্ট অনুযায়ী, কাসরগোড এর জেলাশাসক সজিথ বাবু করোনা ভাইরাস (Coronavirus) নিয়ে বুধবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। উনি জানিয়েছেন যে Covid-19 মাত্র ২০ মিনিটের মধ্যে এক ব্যক্তি থেকে চার ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়েছে।
সজিত বাবু জানান যে, ১৬ই মার্চ এক ব্যক্তি দুবাই থেকে কাসরগোডে আসে। ওই ব্যক্তি স্যাম্পেল দেন আর তাঁকে বাড়িতে আইসোলেশনে পাঠানো হয়। সে ২০ মিনিটের জন্য বাড়িতে গিয়ে নিজের মা, স্ত্রী আর বাচ্চার সাথে দেখা করে। ২০ই মার্চ ওদের সবার রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তাঁর এক বন্ধু তাঁকে এয়ারপোর্টে নেওয়ার জন্য গিয়েছিল, তাঁর রিপোর্টও পজেটিভ পাওয়া যায়।
সব আক্রান্ত ব্যক্তিকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে।ওই ব্যক্তি ছাড়া প্রশাসন আরও এক ব্যক্তির রিপোর্টের অপেক্ষা করছে। ওই ব্যক্তি ৪৭ বছরের, আর তিনি ব্যবসায়ি এবং কিছুদিন আগেই দুবাই থেকে ফিরেছেন।
প্রশাসনের ধারণা এই চার করোনা পজেটিভ রোগী হাজার হাজার মানুষের সংস্পর্শে আসতে পারে। কারণ এরা কয়েকটি ক্লাব, তিনটি বিয়ে, একটি শেষকৃত্য আর অন্যান্য সার্বজনীন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি রাজ্যের প্রায় ১৪০০ জনের সংস্পর্শে এসেছিলেন।
উল্লেখ ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাস ৭২৭ জন আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ২০ জনের ।
Www.francebanglanews.com
The post মাত্র ২০ মিনিটে একজনের শরীর থেকে চারজনের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ল ! appeared first on Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh.
via Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh https://ift.tt/2UIuxok Francebanglanews সত্য প্রকাশে নির্ভীক | Online Bangla Newspaper Of Bangladesh