নয়াদিল্লি: করোনা পিছু ছাড়ছে না কাউকেই। দেশে একের পর এক আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে। বাড়ছে মৃতের সংখ্যাও। দেশ জুড়ে শুধুই ভয় আর আতঙ্ক। এবার করোনা আক্রান্ত হলেন প্যারামিলিটারি ফোর্স এর দুই সদস্য।
আক্রান্ত হয়েছেন এক বিএসএফ অফিসার ও আর সিআইএসএফ জওয়ান। শনিবার তাদের আক্রান্ত হবার রিপোর্ট প্রকাশে এসেছে। এই প্রথম প্যারামিলিটারি ফোর্সের কেউ আক্রান্ত হলেন।
জানা গিয়েছে, ৫৭ বছর বয়সী ওই বিএসএফ অফিসার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের অফিসার ট্রেনিং অ্যাকাডেমি তে কর্মরত। তাঁর কোনও আত্মীয় সম্প্রতি ইউকে থেকে ফিরেছেন বলে সূত্রের খবর। সেখান সংক্রমন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বিএসএফের সেকেন্ড ইন কমান্ড অফিসার। তিনি অসুস্থ হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সংস্পর্শে আসা ১২ জন অফিসারকে কয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে আক্রান্ত হয়েছেন সি আই এস এফের হেড কনস্টেবল। তিনি মুম্বই এয়ারপোর্টে কর্মরত। এয়ারপোর্টে তিনি সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
এদিকে দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বাংলায় নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। পাশাপাশি অন্যান্য রাজ্যেও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০০। যে কোনও মুহূর্তে এই সংখ্যাটাও ছাড়িয়ে যেতে পারে।
The post এবার করোনার কবলে বিএসএফ অফিসার, আক্রান্ত সিআইএসএফ জওয়ানও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 29, 2020 at 07:30AM