স্টাফ রিপোর্টার, কলকাতা: ফেসবুকে একটি ভুয়ো ভিডিও শেয়ার করার অভিযোগে গিরিশ পার্ক থানায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে একহাত নিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।
সম্প্রতি তিনি ফেসবুক একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায়, একজন পুলিশ আধিকারিক সাধারণ মানুষের হাতে আক্রান্ত হচ্ছেন। ভিডিওটিকে খিদিরপুর অঞ্চল বলে দাবি করেন। পরে পুলিশ অনুসন্ধান করে জানতে পারে ভিডিওটি মুম্বইয়ের।
পরে অনুপম ভিডিওটি ডিলিট করে দিলেও গুজব ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে গিরিশ প্রার্থনায় অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।
এরপরই ফেসবুক লাইভে এফআইআর এর প্রসঙ্গ তুলে অনুপম দাবি করেন, দেশের বিপর্যয়ের সময় শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাঁর বিরুদ্ধে অকারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বাজার পরিদর্শনের বিরোধিতা করাতেই প্রশাসন তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করল বলে দাবি অনুপমের।
কিন্তু এতকিছুর পরও যে তিনি রাজ্যের প্রশাসনকে বিঁধতে ছাড়বেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন অনুপম। এদিন তিনি ফের বলেন, “রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা কি কোনও কাজ করেন না তাই মুখ্যমন্ত্রীকে নিজে হাতে সব কিছু করতে হচ্ছে?”
প্রসঙ্গত, দেশজুড়ে লকডাউনের সময় মুখ্যমন্ত্রীর অবাধ বিচরণকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। দিলীপ ঘোষ বলেছেন, “করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বের উন্নত সব দেশও শ্মশানে পরিণত হয়েছে। সেকথা জেনেও মুখ্যমন্ত্রী রোজ রাস্তায় বেরোচ্ছেন। সঙ্গে লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর রাস্তায় বেরিয়ে খাবার বিতরণ করার দরকার নেই, লোককে বোঝানোর দরকার নেই। সেজন্য সরকারি কর্মচারীরা রয়েছেন। ক্লাব রয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে আইন ভাঙলে সাধারণ মানুষ কেন আইন মানবে?”
The post তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর, মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন অনুপম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 29, 2020 at 07:44AM