মুম্বই: এমনিতে সারা বছর ক্রিকেটের হেকটিক শিডিউলের মধ্যে ভুলে যেতে হয় শখ-আহ্লাদ। মহামারী করোনা যেন অ্যাথলিটদের কয়েক সপ্তাহের জন্য সেই সুযোগটাই করে দিয়েছে। হোম কোয়ারেন্টাইনে থেকে অ্যাথলিটরা প্রাণ ভরে মিটিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন নিজেদের শখ-আহ্লাদগুলো।
ধরা যাক কোহলির দলের ফ্রন্টলাইন বোলার জসপ্রীত বুমরাহর কথাই। হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন নতুন রুপে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন তিনি। বহুদিনের শখ ছিল গার্ডেনার হবেন নিজের বাড়িতে থাকবে নিজের হাতে বানানো একটা বাগান। কিন্তু বিষাক্ত সব ইয়র্কারে বিপক্ষ ব্যাটসম্যানদের বিব্রত করতে গিয়ে এই শখের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি। অবশেষে হাতে মিলেছে যথেষ্ট অবসর। আর সেই ফাঁকেই নিজের বাড়িতে মন দিয়ে বনসাই করছেন বুমরাহ।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে বাগান করার ছবি পোস্ট করেছেন বুম বুম বুমরাহ। ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলোতে নজর ঘুরিয়ে সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছি, যেটা ভীষণই গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এই সময়ে নতুন করে কিছু শখ পূরণের বন্দোবস্ত চলছে।’ বাড়িতে মনোযোগ সহকারে বাগান করার জোড়া ছবি পোস্ট করেছেন মুম্বই ইন্ডিয়ান্স পেসার।
চোট সারিয়ে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেও সেই অর্থে দাগ কাটতে পারেননি এই ইয়র্কার স্পেশালিষ্ট। ব্যর্থ হয়েছেন ওয়ান-ডে সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজেও। সফরের মাঝেই বারংবার সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। এরপর ঘরের মাঠে দক্ষিণ-আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের দলে নাম থাকলেও বৃষ্টি ও করোনা আতঙ্কে খেলা হয়নি সিরিজের কোনও ম্যাচই।
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে পুরনো ছন্দে ফিরতে মরিয়া বুমরাহ। কিন্তু বিশ্ব মহামারী করোনার দাপুটে আস্ফালনে আইপিএল ২০২০’র ভবিষ্যতও সংকটে। ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত তো বটেই। কিন্তু কবে হবে টুর্নামেন্ট, সে বিষয়ে গত মঙ্গলবার কনফারেন্স কলে বিসিসিআই’য়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর আলোচনার কথা থাকলেও এমন সংকটের মুহূর্তে আইপিএল আয়োজন ঘিরে আগ্রহ দেখাননি কেউই।
The post হোম কোয়ারেন্টাইনে বনসাইতে মজে বুমরাহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 28, 2020 at 06:21AM