দুবাই: বিশ্ব মহামারী COVID-19’র জাঁতাকলে অনিশ্চয়তার কালো মেঘ টি-২০ বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো আইসিসি’র ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট ঘিরে। এমন সময় জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল একটি আলোচনা সভা। কিন্তু যা অবস্থা তাতে একই ছাদের তলায় বোর্ড মিটিং সম্ভব ছিল না একেবারেই। তাই বাধ্য হয়েই শুক্রবার টেলিকনফারেন্সের মধ্যে দিয়ে হয়ে গেল আইসিসি’র মহা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। আর সেই মিটিংয়ে বিসিসিআই’য়ের হয়ে প্রতিনিধিত্ব করলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ই।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বোর্ডের প্রাক্তন কোনও প্রেসিডেন্ট হয়তো দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই বোর্ড মিটিং’য়ে। কিন্তু সেই জল্পনাকে মিথ্যে প্রমাণ করে বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এদিনের আইসিসি বোর্ড মিটিংয়ে। মহামারী করোনার জেরে আপাতত অন্যান্য খেলার সঙ্গে স্তব্ধ বাইশ গজও। কিন্তু পরিস্থিতি শিথিল হলে কীভাবে আয়োজিত হবে ফ্ল্যাগশিপ টুর্নামেন্টগুলি, মূলতে সেই নিয়েই আলোচনা হয় এদিনের সভায়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অবশ্যই অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-২০ বিশ্বকাপ।
এদিনের আলোচনায় আগামিদিন অনুষ্ঠিত হতে চলা বেশ কিছু টুর্নামেন্টের ভবিষ্যত নিয়ে আলোচনা করা হলেও কোনও টুর্নামেন্টের রিশিডিউলিং করা হয়নি। আইসিসি নিয়মিত পরিস্থিতির দিকে নজর রেখে যাবে এবং প্রয়োজন হলে পরবর্তীতে রিশিডিউলিং নিয়ে আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।
আইসিসি’র দুই বোর্ড সদস্যের কথায় টি-২০ বিশ্বকাপের জন্য হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। তাদের কথায় আগামী জুনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, তাই টি-২০ বিশ্বকাপ আয়োজনে কোনওরকম সমস্যা হওয়ার কথা নয়।
এছাড়াও আলোচনায় উত্থাপিত হয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরের বিষয়টিও। করোনা ব্যাপকভাবে গ্রাস করেছে যুক্তরাজ্যকে। এমন অবস্থায় ইংল্যান্ড ওই সিরিজদু’টি আয়োজন না করতে পারলে কী হবে? প্রশ্নের উত্তরে আইসিসি সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনওভাবেই সিরিজ আয়োজন করা যাবে না। বাকিটা টেকনিক্যাল কমিটির উপর ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্ব মহামারী নোভেল করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি কার্যত গোটা পৃথিবী। এমন সময় ক্রিকেট অনুরাগীদের কথা ভেবে বৃহস্পতিবার এক অভিনব সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি। গত ৪৫ বছরের আর্কাইভ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা খুলে দিয়েছে ফ্যানেদের কথা ভেবে। ফলে ব্রডকাস্টারের সহযোগীতায় গত সাড়ে চার দশকের রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচগুলি গৃহবন্দি অবস্থায় উপভোগ করতে পারবে অনুরাগীরা।
The post লকডাউন: বিশ্বকাপ নিয়ে আইসিসি’র বোর্ড মিটিংয়ে সৌরভ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 28, 2020 at 07:18AM