কলকাতা : লকডাউনের দ্বিতীয় দিন। এই সময়ে কালোবাজারির সম্ভাবনা থাকে। তবে পুলিশ কড়া নজর রেখেছে, তাই প্রথম দিকে বেশ কয়েকটি জায়গা থেকে এই অভিযোগ এলেও সেই অভিযোগ ধীরে ধীরে বন্ধ হচ্ছে। ফলে স্বাভাবিক রয়েছে শাক সবজি মাছের বাজারদর।
সবজি : ২০-২২টাকা প্রতিকিলো, চন্দ্রমুখী আলু ২৬ টাকা কিলো , পেঁয়াজ ৩০ টাকা প্রতিকিলো, আদা ১২০ টাকা প্রতিকিলো, কুমড়ো ২৫-৩০ টাকা প্রতিকিলো, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা। উচ্ছে ১০০ টাকা প্রতিকিলো, পটল – ৮০ টাকা প্রতিকিলো, এঁচর – ৫০ টাকা প্রতিকিলো। বেগুন – ৩০-৪০ টাকা প্রতিকিলো, টমেটো ২০ টাকা প্রতি কিলো, লঙ্কা ১০০ টাকা প্রতিকিলো, গাজর ৪০ টাকা প্রতিকিলো, বাধা কপি – ১৫ টাকা কিলো।
মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৮০-২২০ টাকা।রুই (কাটা) ২০০-২৫০ টাকা, কাতলা (গোটা) ২৫০-৩০০টাকা, কাতলা (কাটা) ৩৫০-৪০০টাকা, বাটা-১৮০টাকা, ভেটকি ৩৫০-৫০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-৭০০ টাকা, বাগদা ৬০০-৮০০ টাকা, তোপসে ৬০০-৮০০ টাকা, পমফ্রেট ৫০০- ৬০০ টাকা, চিতল ৭০০-৮০০ টাকা, পাবদা -৫০০-৬০০ টাকা, ট্যাংরা ৫০০-৭০০ টাকা, পার্শে ৩০০-৫০০টাকা।
মাংস: মুরগি – ৮০ টাকা কিলো, পাঁঠা ৬৮০ টাকা কিলো।
পাইকারি বাজার সবজির দর
সবজি: জ্যোতি আলু ১৬-১৭ টাকা প্রতিকিলো, পেঁয়াজ ৩০ টাকা প্রতিকিলো, আদা ৭০ টাকা প্রতিকিলো, ২০ টাকা প্রতিকিলো, কুমড়ো ১২-১৪ টাকা প্রতিকিলো, উচ্ছে ৬০-৬৫ টাকা প্রতিকিলো, ঝিঙে ২০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫ টাকা প্রতিকিলো, টমেটো ২০ টাকা প্রতিকিলো, লঙ্কা ২৫-৩০ টাকা প্রতিকিলো, গাজর ২০-২৫ টাকা প্রতিকিলো, বাধা কপি ১২ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১০-২৩ টাকা, বরবটি ৩৫–৪০ টাকা প্রতিকিলো, করলা ২৮–৪০ প্রতিকিলো, লাউ ১৪ –১৫ টাকা প্রতিকিলো৷ পেপে ১২-১৫ টাকা প্রতিকিলো, সিম- ৩৫-৪০ টাকা প্রতিকিলো।
The post কালোবাজারি করলেই পুলিশের চোখরাঙানি, তাই স্বস্তি দিচ্ছে বাজারদর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 26, 2020 at 09:37AM