স্টাফ রিপোর্টার, কলকাতা : গত ২৬ দিনে ব্যাপক হারে দাম কমেছে পেট্রোলের। সঙ্গে কমেছে ডিজেলের দামও। দুই ক্ষেত্রেই দুটাকার বেশি দাম কমেছে। শতাংশের বিচারে তা অনেকটাই কমেছে। ভারত সরকার শুল্ক চরিয়ে কোনও মতে আটকে রেখেছে জ্বালানির দাম। না, হলে এই মাসেই সত্তরের ঘরে চলে আসার কথা পেট্রোল ডিজেলের দাম। গত ২৬ দিনের তথ্য ঘাঁটলে দেখা যাচ্ছে পেট্রোলের দাম পরিবর্তন হয়েছে ২.৮৯ শতাংশ , ডিজেলের দামে পরিবর্তন হয়েছে আরও বেশি ৩.১১ শতাংশ।
আজ বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ৭২.২৯ টাকা। বুধবারও দাম একই ছিল। ১৬ মার্চ ৭২.৪৫ টাকা থেকে ১৬ পয়সা কমে সেই ৭২.২৯এ এসেছিল পেট্রোলের দাম। তারপর থেকে আজ ২১ মার্চ। দাম আর কমেনি। অর্থাৎ গত সপ্তাহে সোমবার শেষ দাম কমছিল।তারপর থেকে দাম একই রয়েছে। এদিন কলকাতায় ডিজেলের দামও দিন দিন আটেক ধরে একই রয়েছে। মঙ্গলবার ৬৪.৬২টাকাই রয়েছে, যা গত সপ্তাহের মঙ্গলবার থেকে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাড়েনি যেমন তেমন কমেওনি। দিল্লিতেও ৬৯.৫৯-এ আটকে পেট্রোলের দাম। ডিজেলের দাম দাম আটকে ৬২.২৯ টাকায়।
কিন্তু কেন দাম কলকাতায় একই জায়গায় থমকে? বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক দিন আগেই শুল্ক চড়িয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রভাব প্রথম দিকে তেমন ভাবে পড়েনি কলকাতার পেট্রোলের দামের উপর। এদিকে অপরিশোধিত তেলের দাম ক্রমে কমছিলই। বিশেষজ্ঞরা মনে করছেন। শুল্ক বৃদ্ধির প্রভাব হয়তো সামান্য হলেও বোঝা যাচ্ছে। যার জেরে একটানা এতদিন ধরে পেট্রোলের দাম একই জায়গায় আটকে রয়েছে।
এদিকে সূত্রের খবর , কেন্দ্র ইতিমধ্যেই পেট্রোল ও ডিজেলের ওপর বসানো অতিরিক্ত শুল্কের মাত্রা বাড়াতে ব্যবস্থা নিয়েছে । পেট্রোলের ক্ষেত্রে তা করা হয়েছে লিটার পিছু ১৮ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ১২ টাকা। আগের থেকে যা লিটার পিছু ৮ টাকা বেশি। যা পেট্রোলের ক্ষেত্রে ১০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে লিটার পিছু ৪ টাকা বেশি।
The post সুখবর, চার সপ্তাহে তিন শতাংশের বেশির হারে দাম কমেছে জ্বালানির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 26, 2020 at 09:47AM