কলকাতা : অত্যাবশকীয় পরিষেবাকে লকডাউন-সংক্রান্ত বিধিনিষেধ থেকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ পরিষেবা দিতে গিয়ে কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন।
এবার এদের পাশে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ। অত্যাবশকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কেউ যদি কাজ করতে গিয়ে কোনওরকম সমস্যায় পড়েন, তাহলে ফোন করুন কলকাতা পুলিশকে । হেল্পলাইন নম্বর দিল লালবাজার। নম্বরগুলি হল 9432610446 এবং 9874903465.
অভিযোগ, রাজ্যের একাধিক এলাকায় অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি আটকানো হচ্ছে। শাক-সবজি নিয়েও বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি পুলিশ-প্রশাসন একাংশ তা অনেক ক্ষেত্রেই আটকাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনও ক্ষেত্রেই অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে বাধা দেওয়া যাবে না। ডেলিভারি বয়দের অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না।
পুলিশ কর্তাদের এই ব্যাপারটি খেয়াল রাখতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কোন ক্ষেত্রে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে বাধা দেওয়ার অভিযোগ ওঠে, তবে সংশ্লিষ্ট সরকারি অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এরপরই তৎপর হয় লালবাজার। কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেইজে লেখেন, লকডাউন-সংক্রান্ত বিধিনিষেধ থেকে ছাড় পাওয়া অত্যাবশকীয় পরিষেবার সঙ্গে যুক্ত কেউ যদি কাজ করতে গিয়ে কোনওরকম সমস্যায় পড়েন, অনুগ্রহ করে যোগাযোগ করুন এই হেল্পলাইনে, 9432610446, 9874903465
বুধবার মুখ্যমন্ত্রী আরও বলেন, লকডাউন চলাকালীন কোন প্রান্তে কোন ব্যক্তি যদি অভুক্ত থাকেন, তবে সঙ্গে সঙ্গে তা প্রশাসনের গোচরে আনার জন্য রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার বিডিও, এসডিওদের যথোপযুক্ত ভূমিকা পালন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
The post অত্যাবশকীয় পরিষেবা দিতে বাধা, মোবাইল নম্বর দিল লালবাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 26, 2020 at 08:00AM