নয়াদিল্লি: কোভিড ১৯ থাবা বসিয়েছে বিশ্বব্যাপী মানুষের জীবনে। বন্ধ হয়েছে সব জরুরি কাজ। এবার এই পরিস্থিতিতে এনপিআর প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, ২০২১ সালের জনগননা প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে।
নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী ২১ দিনের লকডাউনের প্রথমদিনেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় সরকার। বিরোধীদের বারংবার দাবি তোলাতেই এমন সিদ্ধান্ত। বিরোধীরা প্রথমথেকেই এমন আশঙ্কা করেছিলেন যেখানে নাগরিকত্ব আইন এবং এনআরসি একসঙ্গে মুসলিমদের নাগরিকত্ব হরণ করবে। যদিও অমিত শাহ একাধিকবার আশ্বস্ত করেছেন যে কেউ বঞ্চিত হবেন না।
করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্য থেকে এনপিআর এবং জনগণনা প্রক্রিয়া বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে কেন্দ্রীয় সরকার করোনা পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে পারে।
এনপিআর-এর তথ্য সংগ্রহ করতে সরকারি কর্মীরা যাবেন মানুষের বাড়ি বাড়ি। কিন্তু এখন তা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই আধিকারিক বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে গৃহবন্দি থাকার নির্দেশের পর এই কাজ বন্ধ রাখতে হচ্ছে। তবে জুন মাসে এই কাজ.শুরু করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা করছে স্বরাষ্ট্রমন্ত্রক।
এনপিআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। বাংলা, কেরল, রাজস্থান, পাঞ্জাবের মতো একাধিক অবিজেপি রাজ্য অভিযোগ তোলে, এনআরসি-র প্রথম ধাপ হিসেবে এনপিআর-কে ব্যবহার করতে চাইছে কেন্দ্র। একাধিক রাজ্যের বিধানসভায় প্রস্তাব গৃহীত হয় এনপিআর হবে না বলে। কিন্তু করোনা কোপে আপাতত স্থগিত হয়ে গেল সেই কাজ।
আগে জানানো হয়েছিল যে, ২০২০ সালের এপ্রিল মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ অবধি এই প্রক্রিয়া চলবে। ডিরেক্টর অফ সেনসাস অপারেশনের সঙ্গে কনফারেন্সের পর সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত জানিয়েছে বলেই জানা গিয়েছে।
যেসব রাজ্য এনপিআর প্রক্রিয়ার বিরোধিতা করেছিল তাদের মধ্যে কেরল, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, রাজস্থান, ছত্তিসগড় এবং বিহার ছিল। তাদের মধ্যে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে সেনসাস প্রক্রিয়ায় সাহায্য করবেন এমন অঙ্গীকার করেছেন।
The post করোনার থাবায় স্তব্ধ দেশ, এনপিআর-সেনসাস প্রক্রিয়া সাসপেন্ড মোদীর সরকারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 25, 2020 at 08:34PM