লখনউঃ করোনার সংক্রমণ এড়াতে এবার আরও বড়সড় সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। গুটখা, পান মশলা বিক্রির উপর জারি হল নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, গুটখা, পানমশলা তৈরি কিংবা মজুদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করল যোগী আদিত্যনাথের সরকার। মারণ করোনার সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সে রাজ্যের সরকার। আগামী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত কোনও ভাবেই পানমশলা, গুটখা জাতীয় জিনিস বিক্রি করা যাবে না।
ইতিমধ্যে এই সংক্রান্ত একটা বিবৃতি দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। প্রকাশিত বিবৃতিতে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, পান মশলা তৈরি বিক্রি এবং মজুদ করা যাবে না। দেশজুড়ে লকডাউন এর প্রথম দিন বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। পান মশলা মুখে নিয়েই অনেককেই থুথু ফেলতে দেখা যায়। এই প্রবণতায় প্রবলভাবে ছড়িয়ে পড়তে পারে মারণ করোনার জীবাণু।
আর সেই আশঙ্কা করেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করল যোগী আদিত্যনাথের সরকার। এর আগে ২০১৩ সালে গুটকা তৈরি, বিক্রি মজুদকরণ এর ওপর নিষেধাজ্ঞা জারি করে উত্তর প্রদেশ সরকার। এবার পান মশলার উপরেও ওই একই নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার।
নিষেধাজ্ঞা না মেনে এবার থেকে প্রদেশ পান মশলা তৈরি বিক্রি ও মজুদ করনের চেষ্টা হলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। করোনা সংক্রমিত কোন ব্যক্তির বা শরীরের স্পর্শ থেকে এই সংক্রমণ দ্রুত বেগে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা কেন্দ্র ও রাজ্য সরকার গুলি তরফ একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর সেই পদক্ষেপগুলি অঙ্গ হিসেবে এবার উত্তরপ্রদেশে পান মশলা তৈরি বিক্রি ও মজুদ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো।
The post করোনা রুখতে বড়সড় সিদ্ধান্ত, গুটখা, পানমশলা বিক্রি-মজুতে নিষেধাজ্ঞা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
via Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper March 25, 2020 at 08:04PM