ডাচদের হারিয়ে জয়ের ধারায় ইতালি
স্পোর্টস ডেস্কউয়েফা ন্যাশন্স লিগের দ্বিতীয় আসরে নিজেদের ২য় ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে জায়ান্ট ইতালি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ গোলের জয়ে লিগের প্রথম জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। আগের ম্যাচে অপ্রত্যাশিতভাবে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র করে টানা ১১ ম্যাচ পর জয়ের ধারা ভঙ্গ হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এদিন গোল করার মতো প্রথম সুযোগটা ১৭তম মিনিটে পায় ইতালি। লিওনার্দো স্পিনাজোলার ক্রসে ফাঁকায় ব্যাকভলি নিয়েছিলেন নিকোলো জানিওলো। তবে লক্ষ্যে থাকেনি। দুই মিনিট পর চিরো ইম্মোবিলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৩২তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিলেন নেদারল্যান্ডসের জর্জিনিয়ো উইনালডাম। তবে জোরালো শট নিতে পারেননি। যদিও সে শট ঠিকভাবে ধরতে পারেননি ইতালিয়ান গোলরক্ষক জুয়ানলুইজি দোন্নারোমা। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ভালো শট নিয়েছিলেন লরেন্সো ইনসিনিয়ে। কিন্তু তার শটও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
তবে কাঙ্ক্ষিত গোলটি তারা প্রথমার্ধের যোগ করা সময়ে পায়। অসাধারণ এক দলীয় সমঝোতায় গোলটি করে তারা। ইম্মোবিলের ক্রসে উড়ে এসে জোরালো এক হেডে লক্ষ্যভেদ করেন নিকোলো বারেল্লা।
ম্যাচের ৫৩তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে প্রায় ফেলেছিলেন বারেল্লা। তবে এবার ত্রাতা হয়ে দাঁড়ান চিলেসেন। এরপর গোলের দেখা প্রায় পেয়ে গিয়েছিলেন চিরো ইম্মোবিল।
৬১তম মিনিটে মেমফিস দিপাইয়ের শটও অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ম্যাচের ৬৭তম মিনিটে কাট ইন্সাইড করে ডি বক্সের ভেতরে ঢুকে পড়ে পেনাল্টি স্পট থেকে শট নিলেও বল চলে যায় ডান প্রান্তের গোলবারের পাশ দিয়ে বাইরে।
শেষ দিকে গোলের সুযোগ পেয়েছিল দুই দলই। তবে অবিশ্বাস্য এক মিস করেন কিন। গোলরক্ষককে একা পেয়েও উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। তবে তারপরও জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ইতালি।
এ জয়ে গ্রুপ ‘এ’র ২ ম্যাচে এক জয় এবং এক ড্র’য়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। অন্যদিকে সমান ম্যাচে এক জয় এবং এক হারে ৩ পয়েন্ট নিয়ে ২য় স্থানে নেদারল্যান্ডস। আর সমান তিন পয়েন্ট হলেও ৩য় স্থানে আছে পোল্যান্ড।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/172657/ডাচদের-হারিয়ে-জয়ের-ধারায়-ইতালি
Post Come trough : PURBOPOSHCIMBD