রিফাত হত্যার রায় আজ, আদালতে মিন্নি
সারাদেশ
বরগুনা প্রতিনিধিবরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় আজ ঘোষণা করবেন আদালত। এরই মধ্যে এ মামলার একমাত্র জামিনপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দীকা মিন্নি আদালতে হাজির হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালত প্রাঙ্গণে আসেন মিন্নি।
এদিকে আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে প্রাপ্ত বয়স্ক বাকি ৮ আসামিকে। মামলার দণ্ডপ্রাপ্ত ৬ নম্বর আসামি মুছা বন্ড পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা হবে। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছি।
এ মামলায় মিন্নি আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রায় ঘোষণা হতে পারে।
প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।
ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত ও বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।
আরো পড়ুন:
রিফাত হত্যা: প্রথম স্বামীকে নিয়ে হত্যার ছক আঁকেন মিন্নি
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175173/রিফাত-হত্যার-রায়-আজ,-আদালতে-মিন্নি
Post Come trough : PURBOPOSHCIMBD