স্বাধীন নয় ছাত্রলীগ, কেন্দ্রের প্রভাবশালী নেতারা প্রভাবিত করেন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এ অবস্থার উন্নয়নে সংগঠনে গণতন্ত্র চর্চা ও নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন জরুরি। এছাড়া আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে বলেও মনে করেন ছাত্রলীগ নেতারা।
এ চক্র থেকে বের হতে সংগঠনে গণতন্ত্র চর্চা বাড়ানোর কোন বিকল্প নেই বলে মনে করেন শিক্ষাবিদেরা।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। কিন্তু নব্বইয়ের পর নানা অপকর্মে জড়িয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন অনেক নেতা-কর্মী।
রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ দিন ধরে ক্ষমতায় আওয়ামী লীগ। এই সময়ে ছাত্রলীগকে গোছানোর ও সাংগঠনিক ভীত মজবুত করার সুযোগ ছিল। কিন্তু তা হয়নি বরং আরো বিশৃঙ্খল হয়েছে দল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রলীগ যেন কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করতে হবে।
সংগঠনের ভাবমূর্তি নিয়ে অনুতপ্ত ছাত্রলীগ নেতারা। তারাও চায় আত্মসমালোচনার মাধ্যমে ঘুরে দাঁড়াতে।
ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2SbrPa6
Post Come trough : নাচোল নিউজ