ঠাকুরগাঁওয়ে আমন ধানে ইঁদুরের উপদ্রব দিশেহারা কৃষক
সারাদেশ
মো. রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁওঠাকুরগাঁও জেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টির পর এবার নতুন করে কৃষকের ফসলে হানা দিয়েছে ইঁদুরের আক্রমণ। এই সময়ে আমন খেতে পাতা ঝলসানো রোগসহ বিভিন্ন রোগের পাশাপাশি ইঁদুরের উপদ্রবে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ জেলায় ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেশকয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, চাষিরা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা হিসেবে খেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন। এর পরও ইঁদুরের উপদ্রব থেকে প্রতিকার পাননি। কৃষকরা এখন চিন্তিত ফসল ঘরে তোলা নিয়ে।
সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার নুর আলম বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর পর ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। পাশের গ্রামের জগন্নাথপুর এলাকার কৃষক মোহাম্মদ আলী জানান, ইঁদুরের এমন উপদ্রব জীবনেও দেখিনি।
ঘরে-বাইরে সমান তালে ক্ষতি করছে। ধানের গোছা বের হওয়ার আগেই গাছ নষ্ট করে দিয়েছে। জমিতে গেলে হতাশ হয়ে ফিরতে হয়। বাজারের ওষুধেও কাজ হচ্ছে না।
এ দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব আহমেদ পূর্বপশ্চিমকে জানান, কৃষকদের নিয়ে সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন জেলা কৃষি বিভাগ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175203/ঠাকুরগাঁওয়ে-আমন-ধানে-ইঁদুরের-উপদ্রব-দিশেহারা-কৃষক
Post Come trough : PURBOPOSHCIMBD