অবশেষে খুলে দেয়া হলো রমনা পার্ক
নিজস্ব প্রতিবেদককরোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে বন্ধ করে দেয়া হয় রাজধানীবাসীর প্রাতভ্রমণ ও অবসর কাটানোর সবচেয়ে বড় জায়গা রমনা পার্ক। দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর অবশেষে জনসাধারণের জন্য খুলে দেয়া হলো পার্কটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্কটি খুলে দেয়া হয়েছে বলে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর-উস সাদিক।
এ সময় রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ উপস্থিত ছিলেন।
পরে ইউনুছ আলী আকন্দ জানান, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে রবিবার থেকে রমনা পার্ক খুলে দেয়া হয়েছে। আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রমনা পার্ক খোলা থাকবে। আদালত এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছে।
করোনার সংক্রমণ মোকাবিলায় গত ২৬ মার্চ দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই পার্কটি বন্ধ হয়ে যায়। গত ৩১ মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি বন্ধ থাকে। জনসাধারনের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়ে গত ৮ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটকারী আইনজীবী জানান, ১৬১০ সালে পার্কটি সৃষ্টির পর থেকে কখনও বন্ধ হয়নি। রমনা পার্ক সবসময় জনসাধারনের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু করোনাভাইরাসকে কেন্দ্র করে রমনা পার্ক বন্ধ রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় অফিস আদালতসহ সব কিছু খুলে দেয়া হয়েছে। কিন্তু রমনা পার্ক এখনও বন্ধ রাখা হয়েছে। এতে জনগণের চলাফেরার অধিকার লঙ্ঘিত হচ্ছে। জনগণের চলাফেরার স্বাধীনতার কথা সংবিধানের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে।
আরো পড়ুন:
ছাত্রাবাসে গণধর্ষণ: এবার রাজন গ্রেপ্তার
হত্যা-ধর্ষণ-দুর্নীতি সরকারের ভোট ডাকাতির প্রতিফলন: আ স ম রব
টিকিটের জন্য আজও রাস্তায় সৌদি প্রবাসীরা
বিশ্বে করোনায় আক্রান্ত ৩ কোটি ৩০ লাখ মানুষ
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/174938/অবশেষে-খুলে-দেয়া-হলো-রমনা-পার্ক
Post Come trough : PURBOPOSHCIMBD