করোনাই শেষ নয়, আরো মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ককরোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন নাজেহাল। এই ভাইরাস থেকে উত্তরণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। কোনো কোনো দেশ সংক্রমণ মুক্ত হবার পর পুনরায় সংক্রমিত হচ্ছে।
এমন পরিস্থিতিতেই বিশ্বকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়াসুস। তিনি বলেছেন, বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারির জন্য আরো ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। দেশগুলোকে জনস্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থার প্রধান বলেন, এটাই (করোনা) শেষ মহামারি নয়। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে যে প্রাদুর্ভাব ও মহামারি আমাদের জীবনের অংশ। সুতরাং পরবর্তী মহামারি আসার আগেই বিশ্বেকে সেটার জন্য প্রস্তুত হতে হবে। এবং সেটা বর্তমানের এই মহামারির চেয়ে আরো বেশি প্রস্তুত থাকতে হবে।
মহারমারি করোনাভাইরাসে এ পর্যন্ত ২ কোটি ৭১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ৮৮ হাজার ৩০০ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/172656/করোনাই-শেষ-নয়,-আরো-মহামারির-জন্য-প্রস্তুত-থাকতে-হবে:-ডব্লিউএইচও
Post Come trough : PURBOPOSHCIMBD