সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেলের জানাজা বেলা ১২টায়
নিজস্ব প্রতিবেদকসুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজার সময় পেছানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এক ঘণ্টা পিছিয়ে বেলা ১২টায় নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ (সোমবার) সকাল সাড়ে ৮টায় মাহবুবে আলমের মরদেহ সিএমএইচ থেকে বেইলি রোডের অ্যার্টনি জেনারেলের সরকারি বাসভবনে আনা হয়। বেলা ১২টায় নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মাহবুবে আলম রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর। জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।
ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
সুপ্রিম কোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
মাহবুবে আলম সুপ্রিম কোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি ছিলেন ১৫তম অ্যাটর্নি জেনারেল। মৃত্যুর আগ পর্যন্ত টানা ১২ বছরে তিনি এই পদে দায়িত্বপালন করছিলেন। তিনি পদাধিকার বলে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, সংবিধানের এয়োদশ ও ষোড়শ সংশোধনীসহ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আরো পড়ুন:
ছাত্রাবাসে গণধর্ষণ: এবার রাজন গ্রেপ্তার
হত্যা-ধর্ষণ-দুর্নীতি সরকারের ভোট ডাকাতির প্রতিফলন: আ স ম রব
টিকিটের জন্য আজও রাস্তায় সৌদি প্রবাসীরা
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174934/সুপ্রিম-কোর্টে-অ্যাটর্নি-জেনারেলের-জানাজা-বেলা-১২টায়
Post Come trough : PURBOPOSHCIMBD