ব্যুরো ভেরিতাস বাংলাদেশ’র ইঞ্জিনিয়ারকে বাচাঁতে সাহায্যের আবেদন
আহমাদুল কবির, মালয়েশিয়াইউনিভার্সিটি অব মালায়ার ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী ফরহাদ হোসেন (৪০) দুইটি কিডনি বিকল হয়ে গেছে। তাঁর চিকিৎসা চলছে রাজধানীর মিরপুরে অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। তিনি বর্তমানে অধ্যপক ডাঃ হারুন অর রশিদের তত্বাবধানে নিয়মিত ডায়ালাইসিস সহ অন্যান্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত কিডনি ট্রান্সপারেন্ট না করানো গেলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব।
পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ফরহাদ হোসেন মান পরীক্ষণ ও পরিদর্শনকারী প্রতিষ্ঠান ব্যুরো ভেরিতাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডে একজন ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। দুই সন্তান, স্ত্রী এবং বৃদ্ধা মা কে নিয়ে ফরহাদ হোসেন তাঁর ছোট ভাইয়ের পড়াশোনা খরচও চালাতেন। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ মেটাতে পারছে না পরিবারটি।
ঢাকা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন পরিবারটি। তাঁর চিকিৎসার জন্য এখনও প্রায় ২০-২২ লাখ টাকার প্রয়োজন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মানসুরা আক্তার মানু (Mansura Akhter Manu), (ফরহাদ হোসেনের স্ত্রী) অ্যাকাউন্ট নম্বর: ১০৭-১০১-০০১-৫৭৫৭,কাওরান বাজার শাখা, সুইফট কোডঃ ০৯০-২৬২-৫৩৭, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। বিকাশ নম্বর ০১৭১৬১৩১৩১০
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/174828/ব্যুরো-ভেরিতাস-বাংলাদেশ’র-ইঞ্জিনিয়ারকে-বাচাঁতে-সাহায্যের-আবেদন
Post Come trough : PURBOPOSHCIMBD