ভারীবর্ষণে পানিতে ভেসে গেলো কোটি টাকার পাকা রাস্তা
নির্মাণের ছয় মাসের মাথায় ভারীবর্ষণে পানিতে ভেসে গেলো কোটি টাকায় তৈরি রাস্তা।
ঠাকুরগাঁও প্রতিনিধিনির্মাণের ছয় মাসের মাথায় ভারীবর্ষণে পানিতে ভেসে গেলো কোটি টাকায় তৈরি রাস্তা। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাউনিয়া-সাবাজপুর গ্রামের চলাচলের একমাত্র পাকা রাস্তাটি ভেসে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের হাজার মানুষ।
স্থানীয়রা জানায়, মাটি ভরাট করে উঁচু না করে রাস্তা নির্মাণ ও নিম্নমানের পাকাকরণ কাজের জন্য দ্বিতীয় বারের মত সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শের রাস্তাটি পানিতে ভেসে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে মূল শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে জাউনিয়া, সাবাজপুরসহ বেশ কয়েকটি গ্রামের।
সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, রাস্তাটি পাকাকরণ করার এক বছরও হয়নি। অতিবৃষ্টির ফলে প্রায় ৮০ শতাংশ রাস্তা ভেসে গেছে পানিতে। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় প্রকৌশলীকে বলা হয়েছে। দ্রুত সংস্কার না করা গেলে বিদ্যালয়ে যাতায়াতসহ স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হবে।
উপজেলা প্রকৌশল সূত্রে জানা যায়, গেল ছয় মাস আগে প্রায় কোটি টাকা বরাদ্দে জাউনিয়া বাজার থেকে সাবাজপুর গ্রাম পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়। কাজটি সম্পন্ন করার সময় স্থানীয়দের দাবি ছিল রাস্তাটি উঁচু করে মাটি ভরাটের পর পাকা কারণ করার। তবে সেটি না হওয়ার কারণে পানিতে ভেসে গেছে সব।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আর বালিয়াডাঙ্গী উপজেলায় মাটি হলো বেলে মাটি একটু চাপ দিলেই ভেঙে যায়। নির্মাণের ৬ মাস পর কিভাবে রাস্তা ভেঙে যায়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাঙতেই পারে ৬ মাস কেন ২/১ মাসও রাস্তা ভাঙতে পারে এটা কোন ব্যাপার না। তবে বৃষ্টি কমলেই আমরা রাস্তা মেরামতের কাজে হাত দিবো।
আরো পড়ুন:
ছাত্রাবাসে গণধর্ষণ: এবার রাজন গ্রেপ্তার
হত্যা-ধর্ষণ-দুর্নীতি সরকারের ভোট ডাকাতির প্রতিফলন: আ স ম রব
টিকিটের জন্য আজও রাস্তায় সৌদি প্রবাসীরা
বিশ্বে করোনায় আক্রান্ত ৩ কোটি ৩০ লাখ মানুষ
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174942/ভারীবর্ষণে-পানিতে-ভেসে-গেলো-কোটি-টাকার-পাকা-রাস্তা
Post Come trough : PURBOPOSHCIMBD