মালিহা পারভীনের কবিতা ‘বৃষ্টি বিলাস’
মালিহা পারভীনসোঁদা গন্ধ মেঘলা প্রহরে কবি যখন ব্যস্ত কবিতা প্রসবে, শ্রমিকের ঘাম তখন মিশে বৃষ্টি জলে- ছেঁড়া ব্যানারে মাথা ঢাকে পথ শিশু।
পর্দা ঘেরা রিকশায় যখন কাঁপে একালের রাধা, প্যাডেলে ঘুরে তখন কারো অন্ন হাহাকার। কামনা কাতর পুরুষ খুঁজে যখন অসময় শয্যা, গালের রঙ ভিজে কোনো পাড়ার মেয়ের।
ঝড় বিলাস আর কস্ট বিলাস মিলে মিশে খিচুড়ি আয়োজনে দারুন অলস দুপুর কারো, কারো ঘর তখন ভেংগে পরে ঝড়ে - বিজলী চমকে ভীত শিশুর মুখে স্তন পুরে মা।
হয়তো তানসেন, মেঘমল্লার কারো বাগান বাড়িতে, হয়তো ঝুম বৃস্টিতে কদম উৎসব কারো উষ্ণ বুকে, বান ভাসি সখিনার ভেজা শাড়িতে লজ্জারা খেলে লুকুচুরি - মাটির চুলার শেষ আঁচটুকু তাও নিভে যায়।
এই আমাদের বর্ষা যাপন, এই আমাদের বৃষ্টি বিলাস।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/literature/175201/মালিহা-পারভীনের-কবিতা-‘বৃষ্টি-বিলাস’
Post Come trough : PURBOPOSHCIMBD