বিষ দিয়ে মাছ ধরতে গিয়ে ৩ দস্যু হাতেনাতে ধরা
সারাদেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধিসুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরার সময় তিন দুর্বৃত্তকে আটক করেছে বনবিভাগ। এ সময় জব্দ করা হয়েছে বিষ দিয়ে মারা মাছ, বিষের বোতল ও একটি ডিঙ্গি নৌকা।
করমজল পর্যটন কেন্দ্রের ইনচার্জ মোঃ আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বনাঞ্চলে অভিযান চালানো হয়।
এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে বিষ দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে তিন বিষ দস্যুকে আটক করে। আটককৃতরা হলো বেল্লাল ঢালী (৪০), মাসুম ঢালী (৪২) ও মনিরুল ঢালী (৩৯)। তাদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার উত্তর কালাবগী গ্রামে। পরবর্তীতে তাদের কাছ থেকে জব্দ করা হয় ১২ কেজি বিষ মিশ্রিত মাছ, একটি বিষের বোতল, দুইটি দা, একটি করাত, একটি প্লাস, একটি নৌকা ও তিনটি বৈঠা।
আটককৃতদের বিরদ্ধে বন আইনে মামলা দায়েরর পর সকালেই খুলনা আদালতে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174946/বিষ-দিয়ে-মাছ-ধরতে-গিয়ে-৩-দস্যু-হাতেনাতে-ধরা
Post Come trough : PURBOPOSHCIMBD