আধা কিলোমিটার সড়কে ভোগান্তির শেষ কবে?
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ লাহারকান্দি এলাকার খামার বাড়ী প্রায় আধা কিলোমিটার সলিং সড়কে থামছেই না জনভোগান্তি। দিন যত যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি। দুর্ভোগই যেন এ সড়কে চলাচলকারীদের নিত্যদিনের সঙ্গি। সড়কটির কিছুদিন পর পর ইট উঠে ও ভেঁঙ্গে গিয়ে ছোট-বড় বহু গর্তের সষ্টি হয়েছে। এ ভোগান্তির শেষ কবে?
এতে এ রুটে চলাচলকারী প্রায় ৫-৬ হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করার জন্য পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সরজমিনে ওই এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগের এ চিত্র দেখা গেছে।
এদিকে পৌরসভার মেয়ের আবু তাহের সড়ক মেরামত করে দিবে বলে একাদিক বার প্রতিশ্রুতি দিয়েও সড়ক মেরামত করেননি বলে জানান এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়, লাহারকান্দি এলাকার মিয়ার বাগবাড়ীর সামনে থেকে খামার বাড়ী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কটির বেহাল দশা। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রসা পড়ুয়া শিক্ষার্থী, কমলমতি শিশুসহ হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি ভেঁঙ্গে ছোট-বড় বহু গর্তে পরিণত হয়েছে। এমনকি রাস্তা ও কালভার্টের দুই পাশের মাটি সরে গিয়ে আতংকের জম্ম দিয়েছে।
খামার বাড়ী এলাকার চা দোকানী মোঃ খোরশেদ আলম বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উনয়ন কাজ হলেও আমরা আজও অবহেলিত রয়ে গেছি। বর্ষাকালে আমার দাকানের সামনে দিয়ে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে।
মধ্য আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ভারি বৃষ্টির সময় সড়কটি দিয়ে চলতে খুব কষ্ট হয়। সড়কটি সংস্কার পাকা করা হলে দূর্ভোগ থেকে মুক্তি পাবো।
লক্ষ্মীপুর সরকারি কলজের ডিগ্রী পড়ুয়া ছাত্র পারভেজ হোসেন বলেন, সরকারের ডিজিটালের ছোঁয়া এখনও আমাদর গ্রামে পৌঁছেনি। এ সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবিরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মধ্য আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনদ নিকতন মডেল একাডেমীসহ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতায়েত করে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীদের যাতায়েতে সুবিধা হতো।
আনন্দ নিকেতন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর যদি কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসির দূর্ভোগের কথা ভেবে রাস্তাটি সলিং থেকে পাকা করে তাহলে চরম দূর্ভোগ থেকে রক্ষা পাবে সকলে।
সড়ক মেরামতের বিষয়ে জানতে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল পূর্বপশ্চিমকে বলেন, সড়কটি মেরামতের জন্য প্রকল্পে রাস্তাটির নাম দেওয়া হয়েছে। অনুমোদন হলে কাজ শুরু হবে বলেন তিনি।
লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন পূর্বপশ্চিমকে জানান, সড়কটি কোন পর্যায়ে আছে আমার জানা নাই। সে দিকে আমার যাওয়া পড়ে না। সড়কের বিষয় সেই ওয়ার্ডর কাউন্সিলর ভালো বলতে পারবে। এলাকাবাসী যেন রাস্তা মেরামতের বিষয়ে পৌরসভার মেয়ের বরাবর দরখাস্ত করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175200/আধা-কিলোমিটার-সড়কে-ভোগান্তির-শেষ-কবে?
Post Come trough : PURBOPOSHCIMBD