আইনজীবী ইউনুছ আলী আকন্দকে পেশা থেকে অব্যাহতি
আদালত
নিজস্ব প্রতিবেদকভার্চুয়াল আদালত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আইনজীবী পেশা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১১ অক্টোবর (রোববার) তাকে আপিল বিভাগে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আপিল বিভাগ।
এই দুই সপ্তাহ তিনি সুপ্রিম কোর্টে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না। এছাড়া, বিতর্কিত পোস্ট ফেসবুক থেকে রিমুভ করে তার অ্যাকাউন্ট ব্লক করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুই সপ্তাহ তিনি সুপ্রিম কোর্টে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারবেন না। এছাড়া, বিতর্কিত পোস্ট ফেসবুক থেকে রিমুভ করে তার অ্যাকাউন্ট ব্লক করে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
ইউনুছ আলী আকন্দের ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/174843/আইনজীবী-ইউনুছ-আলী-আকন্দকে-পেশা-থেকে-অব্যাহতি
Post Come trough : PURBOPOSHCIMBD