বাংলাদেশিদের নিয়ে লিবিয়া থেকে তৃতীয় ফ্লাইট আসছে আজ
নিজস্ব প্রতিবেদকনানা কারণে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়া থেকে ফিরতে আগ্রহীদের জন্য এটি তৃতীয় ফ্লাইট।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস বলছে, মঙ্গলবার ত্রিপলির মেতিগা বিমানবন্দর থেকে সরাসরি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রবাসীদের দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দূতাবাসে আইওএমের প্রতিনিধির কাছে লাগেজ জমা করা প্রবাসীদের ফ্লাইট ধরার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় দূতাবাস প্রাঙ্গণে চেক-ইন সম্পন্ন করার জন্য প্রবাসীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সেখান থেকে চেক-ইন করা প্রবাসীদের নিয়ে বাস সকাল সাড়ে ৯টার সময় ত্রিপলির মেতিগা বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে।
করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সবাইকে মাস্ক এবং গ্লাভস পরিধান করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
এর আগে, চলতি সেপ্টেম্বরে দুটি ফ্লাইটে করে মোট ৩২৩ বাংলাদেশিকে লিবিয়া থেকে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনকে ইউরোপ যাওয়ার পথে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল।
আরো পড়ুন:
সিলেটের ধর্ষিতার পাশে সাহস নিয়ে দাঁড়ান ছাত্রলীগ নেতা বাবলা
আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে মৃত বেড়ে ৯৫
ট্রাম্প-ইভানকার চুল পরিচর্যায় ব্যয় ১ লাখ ৬৫ হাজার ডলার!
সুপ্রিম কোর্টকে ব্যবহার করে ‘ওবামাকেয়ার’ নির্মূল করছেন ট্রাম্প: বাইডেন
বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৩ কোটি ৩৩ লাখ মানুষ
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175069/বাংলাদেশিদের-নিয়ে-লিবিয়া-থেকে-তৃতীয়-ফ্লাইট-আসছে-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD