শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মাদারীপুর সংবাদদাতানাব্যতা সংকটের কারণে কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। গত ৫ দিন থেকে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর আজ পুরোপুরিই বন্ধ হয়ে গেল ফেরি চলাচল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম।
তিনি জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট, তীব্র স্রোত ও পদ্মাসেতুর নিরাপত্তাজনিত কারণে দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬ থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল।
আজ সকালে পুনরায় ফেরি চলাচল শুরু হলে নাব্যতা সংকটের কারণে মাঝ পদ্মায় আটকে যায় দুটি ফেরি। এরপরই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে মাইকিং করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।
এদিকে, ড্রেজিং কার্যক্রম চলছে লৌহজং ও চায়না চ্যানেলে। ফেরি চলাচল বন্ধ থাকায় কয়েক’শ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। এতে যাত্রীরা ঘাটে এসে বিপাকে পড়েছেন। তাদের দুর্ভোগ বেড়েছে। তবে পরিবহনের লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পীডবোট পদ্মায় চলাচল করছে। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32P8CQs
Post Come trough : PURBOPOSHCIMBD