পাটুরিয়া-দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৬শ ট্রাক
মানিকগঞ্জ প্রতিনিধিনাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতা সংকট দূর করতে এ নৌপথে ড্রেজিংয়ের কাজ চলছে।
এ নৌপথে পাটুরিয়া ঘাট টার্মিনালে পারের অপেক্ষায় চারশো পণ্যবাহী ট্রাক রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, পাটুরিয়া ঘাট থেকে ৭ কিলোমিটার দূরে উথুলী সংযোগ সড়কে দুইশো পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের জন্য অপেক্ষামান রয়েছে বলে জানিয়েছে বরংগাইল হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, পাটুরিয়া ঘাট টার্মিনালে চাপ এড়াতে উথুলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় গাড়ির চাপ কমলে এসব ট্রাক সিরিয়াল অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। এ সংযোগ সড়কে দুইশো পণ্যবাহী ট্রাক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে নাব্যতা সংকট দেখা দেওয়ায় ড্রেজিংয়ের কাজ চলছে। কিছুদিনের মধ্যে এ কাজ শেষ হবে। নাব্যতা সংকট থাকায় ফেরিগুলোকে মূল চ্যানেল না গিয়ে বিকল্প চ্যানেল দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে ফেরি পারাপারে কিছুটা সময় বেশি লাগছে।
বিআইডব্লিটিসি’র পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ রাতে বন্ধ থাকায় এ নৌপথে বাড়তি চাপ পড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাস ও ছোট গাড়ি পারাপার করায় পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া ঘাট ট্রাক টার্মিনালে চারশোর মতো ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।
এ নৌপথে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে ১৭টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2Z0FapG
Post Come trough : PURBOPOSHCIMBD