বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আজ। গত ৯ আগস্ট শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
এর আগে ২১ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৫ জনকে অভিযুক্ত করে এ চার্জশিট দেয়া হয়।
বুয়েটের শেরেবাংলা হল থেকে গত বছর ৭ অক্টোবর ভোরে র্যাগিংয়ের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত। এই ঘটনার প্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3jGkLhh
Post Come trough : নাচোল নিউজ