শেখ বাবুল আহাম্মেদ হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা থেকে অপহরণ করে নিয়ে আসা আলতাফ হোসেনকে উদ্ধার এবং অপহরনকারী চক্রের মুল আসামিসহ ২জনকে গ্রেফতার করেছে
হবিগঞ্জের পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদরের সিনেমা হল রোডের হোটেল পলাশ আবাসিকে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ মানিকুল ইসলাম এবং পুলিশের যৌথ অভিযানে অপহরণের স্বীকার আলতাফ হোসেনকে (৪৮)উদ্ধার করে এবং অপহরনের সাথে জড়িত আসামি মোঃ মনিরুল ইসলাম (২৪)এবং হাবিব (২০)নামে ২ জনকে গ্রেফতার করা হয়।
এরই প্রেক্ষেতি আজ সকাল সাড়ে এগারোটায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এডিশনাল এসপি সৈলেন চাকমা সাংবাদিকদের প্রেস ব্রেফিং করেন।
এডিশনাক এসপি জানান,
১ লক্ষ টাকা মুক্তিপণের জন্য ঢাকা মহাখালী, তেজগাঁওের সিভিল এভিয়েশন স্কুল এ্যান্ড কলেজের এ/পি ক্লিনার আলতাফ হোসেনকে গত ৩১ আগষ্ট কর্মস্থলে যাওয়ার পথে মনিরুল ইসলাম ও হাবিব নামের দু যুবক সুকৌশলে অপহরণ করে নিয়ে আসে হবিগঞ্জ এবং শহরের সিনেমা হল রোড এলাকার পলাশ হোটেল আবাসিক এর ২১ ও ২২ নং কক্ষে আটকে রাখে।পরে আলতাফ হোসেনের মোবাইল থেকে স্ত্রী’র মোবাইলে ফোন দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাঠালে খুন করার হুমকি দেয় অপহরণকারীরা। তখন ভয়ে আলতাফ হোসেনের স্ত্রী বিকাশ একাউন্টের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান এবং এ ব্যাপারে ঢাকা তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ২ সেপ্টেম্বর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান হবিগঞ্জ বলে জানতে পারে। এ বিষয়টি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে জানালে তাহার নির্দেশে হবিগঞ্জের পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ৩ সেপ্টেম্বর আলতাফ হোসেনকে উদ্ধার ও অপহরণকারী মনিরুল ইসলাম ও হাবিব কে আটক করেছে।
আসামীদের বাড়ী হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ধর্মপুর গ্রামে। এ ব্যপারে হবিগঞ্জ সদর মডেল থানায় মোঃ তুহিন চৌধুরী নামে একজন বাদী হয়ে অপহরণকারীদের আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3bvxctx
Post Come trough : নাচোল নিউজ