ভোলায় সরকারি চালসহ ইউপি সচিব আটক
ভোলার মনপুরায় সরকারি ভিজিডির ১৩ বস্তা চালসহ এক ইউপি সচিবকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সরকারি চাল পাচারকালে প্রথমে স্থানীয় জনতা জব্দ করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
সারাদেশ
ভোলা প্রতিনিধিভোলার মনপুরায় সরকারি ভিজিডির ১৩ বস্তা চালসহ এক ইউপি সচিবকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সরকারি চাল পাচারকালে প্রথমে স্থানীয় জনতা জব্দ করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের সচিব অহিদুর রহমান পলাতক থাকলেও পরে পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে সন্ধ্যা ৬ টায় তাকে আটক করে। এছাড়াও রিকাশার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ইউপি সচিব অহিদুর রহমান রিকশাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজার সামনে জনতা আটক করে।
এ সময় রিকশা ড্রাইভার হেলালকে জিজ্ঞেস করলে সে জানায়, রামনেওয়া লঞ্চঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমান রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেন। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে।
এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাসনের উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/এইচ
Post Written by :
Original Post URL : https://ift.tt/3fyeuSy
Post Come trough : PURBOPOSHCIMBD