শনিবার বিকাল ৪ টা থেক সন্ধ্য ৬ টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ভ্রাম্যমান ব্লাড ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয়বারের এই আয়োজনে প্রায় ২০০ ব্যাক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক মোঃ রাসেল আলীর সঞ্চালনায় শিবগঞ্জ উপজেলা ইউনিটের স্বেচ্ছাসেবকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনি আজাদ এবং সিনিয়র সমন্বয়কগণের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শহীদুল হক, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সিহাব উদ্দীন, মোঃ মিনহাজুল ইসলাম নিরো প্রমুখ।
আলোচনায় স্বেছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কাজে অংশগ্রহণের জন্য আহব্বান জানানো হয়।
উল্লেখ্য এর আগে গত ২৪ আগস্ট মুজিববর্ষ ও শোকের মাস আগস্টে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর প্রথম আয়োজন সম্পন্ন হয়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/32FGqzh
Post Come trough : নাচোল নিউজ