চট্টগ্রামে বাড়িতে সুস্থ হচ্ছেন বেশিরভাগ করোনা রোগী
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৫৪ জনে। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছে। যা আক্রান্তের সংখ্যা চেয়ে বেশি। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে দুইজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে।
শনিবার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৬৯ জন ও ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ২২ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবের ১১০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জন ও উপজেলা পর্যায়ের ৪ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৮ জন ও উপজেলা পর্যায়ের ৭ জন বাসিন্দার করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৩৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৯ জন ও উপজেলা পর্যায়ের ৩ জন বাসিন্দার করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬ জনের নমুনা পরীক্ষায় উপজেলা পর্যায়ের ২ জন বাসিন্দার করোনা মিলেছে।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ১৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, বোয়ালখালীর ২, রাউজানের ৩, হাটহাজারীর ৬, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ২ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৯৫৪ জনের মধ্যে নগরের ১২ হাজার ৬৪ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৯৮০ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৭০ জনের মধ্যে নগরের ১৮৯ জন ও উপজেলার ৮১ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯০ জন করোনা রোগী সুস্থ হয়েছে। তারমধ্যে হাসপাতালে সুস্থ হয়েছে ৭ জন এবং বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৮৩ জন করোনা রোগী। এখন পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ৫৩২ জন করোনা রোগী।
চট্টগ্রামে দিন দিন কমছে করোনা সংক্রমণের হার। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার।
বিশেষজ্ঞদের মতে, করোনাকে প্রতিরোধ করে চলার জন্য মানুষ চেষ্টা করছে। এতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হার বাড়ছে। এছাড়া অব্যাহত রয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ চট্টগ্রামে সংক্রমিত এলাকা থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম।
এদিকে হাসপাতালের তুলানায় বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী।
এবিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, করোনা পজিটিভ অথচ খুব বেশি অসুস্থ নয় এমন রোগীদের তো আমরাই বাড়িতে থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেই। শ্বাসকষ্ট না থাকলে হাসপাতালে যেতে নিষেধ করা হয়। তাছাড়া মৃদু উপসর্গ যেসব রোগীর রয়েছে তারা হাসপাতালে না এলেও চলে। যাদের মাঝারি উপসর্গ এবং অবস্থা জটিল, তারা মূলতই হাসপাতালে ভর্তি হচ্ছেন। আবার বাড়িতে আইসোলেশনে থাকার সমস্যার কারণেও অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
তিনি বলেন, এখন ২য় বার নমুনা পরীক্ষা হচ্ছে না। আর আক্রান্ত হওয়ার ১৪ দিন পর কোনো ধরনের উপসর্গ না থাকলে তাদের সুস্থ বলে ধরে নেওয়া হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QyCWt5
Post Come trough : PURBOPOSHCIMBD