চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬
চট্টগ্রাম প্রতিনিধিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৮০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে একজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১ জনে।
রোববার (৩০ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার চট্টগ্রামের চার ল্যাবে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ২৫ জন ও ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১০ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জন বাসিন্দার করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু), বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া একজন হাটহাজারীর বাসিন্দা।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৬ হাজার ৯৮০ জনের মধ্যে নগরের ১২ হাজার ৮৯ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৯৮১ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৭১ জনের মধ্যে নগরের ১৮৯ জন ও উপজেলার ৮২ জন বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কতজন করোনা রোগী সুস্থ হয়েছে তা জানায়নি সিভিল সার্জন অফিস। এখন পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১২ হাজার ৫৩২ জন করোনা রোগী।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QCrTPs
Post Come trough : PURBOPOSHCIMBD