বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি
খেলা
স্পোর্টস ডেস্কইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ম্যানচেস্টারে স্বাগতিকদের ইনিংসের সপ্তদশ ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১৩১ রান।
এদিন টস হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিক ইংলিশরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় ৩ রানেই ইমাদ ওয়াসিমের কট এন্ড বোল্ডে ব্যক্তি ২ রানে বিদায় নেন ওপেনার জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালানের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় ভালোই সামান দেন আরেক ওপেনার টম ব্যান্টন। ব্যক্তিগত ২৩ রানে রান আউট হন মালান।
ক্যারিয়ারের প্রথম ফিফটি করা ব্যান্টন এদিন ব্যাটে ঝড় তোলেন। মাত্র ৪২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৭১ রান করেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত শাদাব খানের বলে ওয়াসিমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করেন অধিনায়ক ইয়ন মরগান।
১৬.১ ওভারে দলীয় ১৩১ রানে ৬ উইকেটের সময় বৃষ্টি হানা দেয়। পরে পরিস্থিতি আর স্বাভাবিক না হলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
পাকিস্তান বোলারদের মধ্যে দু’টি করে উইকেট পান ইমাদ ওয়াসিম ও শাদাব খান। একটি উইকেট দখল করেন ইফতেখার আহমেদ।
আগামী ৩০ আগস্ট একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3ls6bfa
Post Come trough : PURBOPOSHCIMBD