কলকাতার জন্য দুঃসংবাদ, খেলবেন না ইংলিশ পেসার
স্পোর্টস ডেস্কচলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩তম আসর। এমন সময়ে দুঃসংবাদ ভেসে এলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে।
ইংল্যান্ডের বাঁহাতি পেসার হ্যারি গার্নে ছিটকে পড়েছেন কাঁধের চোটে। ফলে কেকেআর শিবিরে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারছেন না তিনি।
নটিংহ্যামশায়ার ক্রিকেটের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে গার্নে বলেন, আর সবার মতো চলতি বছর ক্রিকেট শুরুর অপেক্ষায় আমিও হতাশার দিন কাটিয়েছি। এর মধ্যে ছিটকে পড়ে খুবই বিধ্বস্ত লাগছে।
গত মৌসুমে কেকেআরের হয়ে ৮ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন গার্নে। এবারো ৩৩ বছর বয়সী এই পেসারকে ছাড়েনি কলকাতার দলটি।
টি-টোয়েন্টি ফরমেটে ১৫৬ ম্যাচে ১৯০ উইকেটের মালিক গার্নে। ইংল্যান্ডের হয়েও ১০টি ওয়ানডে আর ২টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডেতে ১১ আর টি-টোয়েন্টিতে ৩টি উইকেট নিলেও ক্যারিয়ার বড় হয়নি। ২০১৪ সালে অভিষেকের পর সে বছরই দল থেকে বাদ পড়েন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/3b25Rim
Post Come trough : PURBOPOSHCIMBD