হাসপাতাল থেকে পালিয়েছে কয়েদি
ওই কয়েদি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন।
নিজস্ব প্রতিবেদকরাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে এক কয়েদি পালিয়ে গেছেন। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
পলাতক ওই কয়েদির নাম মিন্টু মিয়া (২৮)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানায় করা মাদক মামলার আসামি।
কারা সূত্র জানায়, টাঙ্গাইল কারাগারের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১২ আগস্ট ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার (২৮ আগস্ট) তার শরীর খারাপ হওয়ায় তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। শনিবার ভোর রাতে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় আসামি মিন্টু।
ওই কয়েদি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা অসুখে ভুগছেন।
কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, মিন্টুর সঙ্গে তিনজন কারারক্ষী ছিলেন। এরপরও তিনি কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
কারা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। মিন্টুর বাড়িতে লোক পাঠানোর ব্যবস্থা করছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
পূর্বপশ্চিম পড়তে ক্লিক করুন https://ppbd.news
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EO0cRe
Post Come trough : PURBOPOSHCIMBD