ট্রলার থেকে পড়ে শিশুসহ পুলিশ সদস্য নিখোঁজ
গোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনায় মধুমতি নদীতে ট্রলার থেকে পড়ে এক পুলিশ সদস্য ও তার ৬ মাসের শিশু পুত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নদীর উপর নির্মানাধীন ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যান।
নিখোঁজরা হলেন- জেলার লোহাগাড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে ও পুলিশ হেডকোয়ার্টারের কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) এবং তার ৬ মাসের শিশু পুত্র আনাস।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস বলেন, স্ত্রী, ছেলে ও কয়েকজন আত্মীয়কে নিয়ে ট্রলার ভাড়া করে মধুমতি নদীতে ঘুরতে বেড়িয়েছিল আবু মুসা রেজওয়ান। এসময় নদীতে প্রবল স্রোত থাকার কারনে ট্রলারটি নিমার্নাধীন কালনা ব্রিজের পিলারের সঙ্গেধাক্কা খায়। এতে মাঝি বাদে ট্রলারে থাকা ৬ জন মধুমতি নদীতে পড়ে যায়।
পরে ট্রলারের মাঝি পড়ে যাওয়া চার জনকে উদ্ধার করতে পারলেও আবু মুসা রেজওয়ান ও তার পুত্র আনাস নিখোঁজ হন। তাদেরকে উদ্ধারের জন্য গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। এছাড়া খুলনায় ফায়ার সার্ভিসের একটি ডুবরি দলকে খবর দেয়া হয়েছে।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান এবং নড়াইলের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে থেকে নিখোঁজ পিতা-পুত্রের উদ্ধার প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/2QBbhrm
Post Come trough : PURBOPOSHCIMBD