আরটিপিসিআর পরীক্ষা কার্যক্রম শুরু করছে গণস্বাস্থ্য
করোনা শনাক্তে আরটিপিসিআর (রিজার্ভ ট্রান্সক্রিপশন পলিমিরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
নিজস্ব প্রতিবেদককরোনা শনাক্তে আরটিপিসিআর (রিজার্ভ ট্রান্সক্রিপশন পলিমিরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে ‘কোভিড-১৯ রোগীদের জন্য আরটিপিসিআর পরীক্ষা’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ল্যাবরেটরি অধ্যাপক ডা. মাহবুবুর রহমান ও হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক।
এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, হাসপাতালের সহযোগী সংগঠন গণস্বাস্থ্য আরএনএ বায়োটেক লি. এর সার্বিক সহায়তায় একটি অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করার কাজ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে কোভিড-১৯ রোগীদের আরটিপিসিআর এর মাধ্যমে রোগ নির্ণয়ের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EpEYcA
Post Come trough : PURBOPOSHCIMBD